মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের এয়ারফোর্স স্টেশনে গ্রুপ-সি কর্মী নিয়োগ! রইল আবেদনের পদ্ধতি।









আকাশবার্তা অনলাইন ডেস্ক: আবারও নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গে। এবারে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিয়োগ হতে চলেছে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে, গ্রুপ সি পদে। চাকরি সন্ধানকারীরা সহজেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করতে হবে থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত কিছুই বিস্তারিত জানাব আজকের এই প্রতিবেদনে।




পদের নাম: সাফাইওয়ালা।
শূণ্যপদের সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে।
বেতন: মাসিক বেতন পাবেন ১৮,০০০ টাকা।
নিয়োগ স্থল: হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি।




পদের নাম: মেসেঞ্জার।
শূণ্যপদের সংখ্যা: মোট নিয়োগ করা হবে ৩ টি প্রার্থী।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে।
বেতন: মাসিক বেতন পাবেন ১৮,০০০ টাকা।
নিয়োগ স্থল: হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি তে ২ জন, স্টেশন হেডকোয়ার্টার গ্যাংটকে ১ জন।




পদের নাম:স্টেনোগ্রাফার গ্রেড।
শূণ্যপদের সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেই সাথে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০ টি অক্ষর হতে হবে।
বেতন: মাসিক বেতন পাবেন ২৫,০০০ টাকা।
নিয়োগ স্থল: হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি।




পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক।
শূণ্যপদের সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন পাবেন ১৯,৯০০ টাকা।
নিয়োগ স্থল: স্টেশন হেডকোয়ার্টার হাসিমারা।




বয়সসীমা: আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন
আবেদন পদ্ধতি:এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য আপনাকে www.ncs.gov.in অথবা www.indianarmy.nic.in ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর ফর্ম ফিলাপ করে এবং প্রয়জনীয় নথিপত্র দিয়ে তা স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:Colonel (General staff), Headquarters 111 sub area , Bengdubi Military Station, P.O. Bengdubi, Dist. Darjeeling, Pin. 734424 ।
আবেদনের শেষ তারিখ: এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন ২০ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত।











