Uncategorizedঅন্যান্যনিউজ

বন্ধুর রিসেপশনে জনপ্রিয় হিন্দি গানে তু-মুল নাচ বিরাট কোহেলি ও অনুষ্কা শর্মার, ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন :-বলিউড ইন্ডাস্ট্রিতে এক জনপ্রিয় মুখ হলেন অনুষ্কা শর্মা । তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে রীতিমত জয় করে নিয়েছেন লক্ষ লক্ষ দর্শকের মন । তৈরি করেছে এক বড়োসড়ো অনুগামী মহল । শুধুমাত্র ভারতবর্ষে যে তার অনুগামী সংখ্যা রয়েছে এমন তা কিন্তু নয় ।

Advertisement

তার পাশাপাশি ভারতবর্ষের বাইরে রয়েছে বড়োসড়ো অনুগামীরা সংখ্যা । আর বিরাট কোহলি কে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না । তিনি কে বা কিরকম মানুষ সেটি আমরা সকলেই জানি । তবে সম্প্রতি বিরাট কোহলি এর স্ত্রী অনুষ্কা শর্মা আপাতত খুশির মেজাজে ও ছুটির মেজাজে।

Advertisement

বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজে তুলে ধরেছিলেন তার মা হওয়ার ঘটনাকে । অর্থাৎ তিনি যে অন্তঃসত্ত্বা তার ঘটনা তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে নিজে এবং তারপরেই শুরু হয়ে যায় ব্যাপক উত্তেজনা । তার অনুগামীরা রীতিমতো কৌতুহলী হয়ে পড়ে এ বিষয়ে । তবে তারপর থেকে আর তেমনভাবে ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি অনুষ্কা শর্মা কে।অন্তঃস্বত্তা থাকা কালীন বন্ধ করে দিয়েছেন সমস্ত কাজ ।

আরও পড়ুন-বিছানায় নিজেদের ঘ-নিষ্ট অবস্থার ভিডিও পোস্ট করে বি-পাকে অঙ্কুশ-ঐন্দ্রিলা, তু-মুল ভাইরাল ভিডিও!

Advertisement

এমনকি ভারতের সবথেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএস দুবাইয়ে অনুষ্ঠিত হবার সময় অনুষ্কা শর্মা গিয়েছিলেন স্বামীর সমর্থনে দুবাই । এবং সেখানে পুরো আইপিএল এর সময়কাল কাটিয়ে এসেছেন । তার পর দেশে ফিরে জন্ম দিয়েছেন সন্তানের । কেটে গেছে অনেকখানি সময়। এরই মাঝে ফেরার একবার ভাইরাল হয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কালো পোশাক পরা অবস্থায় বিরাট কোহলিকে এবং হালকা রঙের লাল শাড়ি পরা অবস্থায় অনুষ্কা শর্মা কে । কোন একটি পার্টিতে খুব সম্ভবত নিজেদের রিসেপশন পার্টিতে উডুম ভাবে একে অপরের হাত ধরে নেচে চলেছে । ব্যাকগ্রাউন্ডে চলছে পাঞ্জাবি গান । ভিডিওটি তিন বছরের পুরনো হলেও সম্প্রতি আরও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে । ইতিমধ্যে প্রায় দেড় কোটি মানুষ দেখে ফেলেছে সেই ভিডিও । এসেছে প্রচুর মন্তব্য।

Advertisement

 

Advertisement

Related Articles

Back to top button