
নিজস্ব প্রতিবেদন:-চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিক থেকে ক্রমাগত মূল্যবৃদ্ধি ঘটছে পেট্রোপণ্যের। এই মূল্যবৃদ্ধির ফলে কার্যত নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছে সাধারন মানুষ।
ইতিমধ্যেই আজ পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ শনিবার বাজার শুরুতে মূল্যবৃদ্ধির পর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯১.৭৮ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে এই দাম রয়েছে ৮৪.৫৬টাকা।গতকাল শুক্রবার পেট্রোলের এই মূল্য ছিল ৯১ টাকা ৪১ পয়সা।
আরও পড়ুন-নিমতিতা বোমা বিস্ফোরণ কাণ্ডে ব্যবহৃত আইইডি,নেপথ্যে জেএমবি বা জঙ্গী সংগঠন!
অপরদিকে ডিজেলের দাম ছিল ৮৪ টাকা ১৯ পয়সা।সাধারণ মানুষ এই পেট্রোলের দাম কমানো নিয়ে আশাবাদী থাকলেও উত্তরোত্তর এই গ্রাফ আরো ঊর্ধ্বমুখী হচ্ছে।এরকম ভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি সেঞ্চুরি পার করে যাবে পেট্রোলের দাম আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেখতে গেলে একমাত্র ভারতেই পেট্রোল-ডিজেলের দাম অত্যধিক।