
নিজস্ব প্রতিবেদন:-বিগত কয়েক দিন ধরেই আকাশছোঁয়া দামে পৌঁছে গেছে পেট্রোপণ্য।করোনা আবহে ফলস্বরূপ বেশ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। দেশের বেশিরভাগ অংশেই ১০০-র ঘরে চলছে পেট্রোল ডিজেলের মূল্য। গতকাল রবিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯১.৭৮ টাকা। ডিজেলের দাম লিটারে ৮৪.৫৬ টাকা।
এর ফলে কেন্দ্র এবং রাজ্যের সংঘাত পৌঁছে গিয়েছে চরমপর্যায়ে।পেট্রোলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রথম থেকেই নিশ্চুপ কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বারংবার প্রাক্তন সরকারকে দায়ী করে গিয়েছেন।
আরও পড়ুন-পাওয়া গেল কোকেন কাণ্ডে অভিযুক্ত পামেলা গোস্বামীর পার্লারের চাবি;তল্লাশি চালাচ্ছে পুলিশ!
অপরদিকে রাজ্য তরফে বারবার কেন্দ্রের বরাদ্দ কর প্রত্যাহার করার কথা বলা হয়েছে।এই পরিস্থিতিতে আংশিক সেস প্রত্যাহারের ঘোষণা করলেন অমিত মিত্র।এর ফলে পশ্চিমঙ্গে তেলের দাম লিটারে ১ টাকা করে কমতে চলেছে।