
নিজস্ব প্রতিবেদন:-প্রথম থেকেই শাহরুখ খান অধিগৃহীত আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বাংলার ক্রিকেটারদের বঞ্চনা করার অভিযোগ রয়েই গিয়েছে। সম্প্রতি গতকালের আইপিএল নিলামেও তার ব্যতিক্রম হল না কোন। এবারের নিলামেও দলে থাকল না কোন বাঙালি ক্রিকেটারের নাম।
এইবারের আইপিএল নিলামের জন্য নাম দিয়েছিলেন ৭ জন বাংলার ক্রিকেটার। যার মধ্যে একজনকেও দেওয়া হয়নি সুযোগ।৭ জন ক্রিকেটার যথাক্রমে অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরন, আকাশ দীপ, প্রয়াস রায়বর্মণ, বিবেক সিং, আমির গনি ও সায়ন ঘোষ।
আরও পড়ুন-তিন বছর পুরনো মানহানির মামলায় অমিত শাহকে সমন পাঠালো আদালত;নেপথ্যে অভিষেক বন্দোপাধ্যায়!
জানা গিয়েছে এই সাত ক্রিকেটারের মধ্যে একমাত্র বিবেক সিং এর নাম নিলামে উঠলেও তাকে নিলামে নেওয়া হয়নি। কলকাতা নাইট রাইডার্স এর মুখ হিসেবে নতুনত্ব ভাবে দেখা যাবে বৈভব আরোরা, বেঙ্কটেশ আইয়ারদের,শেল্ডন জ্যাকসন প্রমুখকে। উল্লেখ্য কলকাতার ফ্র্যাঞ্চাইজি থাকা সত্বেও বাঙালি ক্রিকেটার না থাকার দরুন বারংবার প্রশ্নের মুখে পড়ে এই দল। কিন্তু তাতেও কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি।
2 Comments