








নিজস্ব প্রতিবেদন:করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ রকম ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত গণ পরিষেবাগুলি যার ফলে দীর্ঘদিন ধরে রাজ্যের বুকে চালু হয়নি লোকাল ট্রেন একের পর এক বিচিত্র সামনের সারিতে উঠে আসছিল বলতেই পারেন একপ্রকার বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত ঘোষণা করেন তার পাশাপাশি স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সমস্ত স্পেশাল ট্রেনের উঠে গিয়ে নতুন ভাবে আগের মতনই ট্রেন চালানোর পরিকল্পনা করেছিল ভারতীয় রেল তবে শুরু হতে না হতেই পুনরায় বারোটি ট্রেনকে বাতিলের তালিকায় ফেলে দিলো পশ্চিম রেল কিন্তু কেন? জানুন বিস্তারিত।




সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি 667 নতুন ট্রেন চালিয়েছিল ভারতীয় রেল ।তবে পরিস্থিতির সম্মুখীন হয় আগামীদিনে 12টি ট্রেন অর্থাৎ 6 জোড়া ট্রেনকে বাতিল করতে চলেছে ভারতীয় রেল ।মূলত 1 লা ডিসেম্বর থেকে 28 সে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে এই সকল ট্রেন গুলি।




যার ফলে চরম ভোগান্তির শিকার হতে চলেছে বেশকিছু যাত্রী।বিগত কয়েকদিন আগেই আমরা জেনেছিলাম যে তিস্তা তোর্সা এক্সপ্রেস ঘন কুয়াশার জন্য তিন মাস বাতিল করে দেওয়া হয়েছিল.। তবে সেই তালিকায় জুড়ে গেল আরও ছয় জোড়া ট্রেনের নাম। এক নজরে দেখে নিন সেই সমস্ত ট্রেন গুলি কি কি




১)০৯১১১ ভালসাদ-হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল : আগামী ৭ ডিসেম্বর থেকে নয়া বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
২) ০৯১১২ হরিদ্বার-ভালসাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৮ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
৩) ০৪৩০৯ উজ্জ্বয়নী-দেরাদুন দ্বি-সাপ্তাহিক : আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।




৪) ০৪৩১০ দেরাদুন-উজ্জ্বয়নী দ্বি-সাপ্তাহিক : আগামী ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল
৫)০৯০১৮ হরিদ্বার-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল : আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
৬) ০৯৪০৩ আমদাবাদ-সুলতানপুর সাপ্তাহিক স্পেশাল : আগামী ৭ ডিসেম্বর থেকে নয়া বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।




৭) ০৯৪০৪ সুলতানপুর-আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৮ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
৮)০৫০৬৮ বান্দ্রা টার্মিনাস-গোরখপুর সাপ্তাহিক স্পেশাল : আগামী ৩ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
৯) ০৫০৬৭ গোরখপুর-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল : আগামী ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।




১০) ০৯০১৭ বান্দ্রা টার্মিনাস-হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল : আগামী ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
১১)০৯৪০৭ আমদাবাদ-বারাণসী সাপ্তাহিক স্পেশাল : আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।




১২) ০৯৪০৮ বারাণসী-আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৪ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।











