60 নয়! এখন থেকে 40 বছর হলেই পাবেন মাসে 50 হাজার টাকা পর্যন্ত পেনশন! জানুন দুর্দান্ত এই সরকারি স্কীম সম্পর্কে!









নিজস্ব প্রতিবেদন:-যেখানে চারদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির ঘটনা দেখা যাচ্ছে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে সেই অবস্থায় দাঁড়িয়ে অর্থাৎ সেই কঠিন অবস্থানে দাঁড়িয়ে এলআইসি গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন একটি প্রকল্প । এবং তার পাশাপাশি তাদের জন্য থাকছে কিছু সাধারন শর্ত এবং নিয়ম । এবং এই প্রকল্পের বা স্কিমের নাম হল সরল পেনশন পলিসি।




এই প্রকল্প আওতায় নিজেকে আনার জন্য আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে । তারপরেই পুরো সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত জানতে পারবেন । তার পাশাপাশি এমনটা জানা যাচ্ছে যে এটি অফলাইন এবং অনলাইন দুই প্রকারেই করা যেতে পারে ।।আসুন দেখে নিই কি কি এর সুবিধা রয়েছে এবং কি কি রয়েছে শর্ত ।




আপনি সিঙ্গেল প্রিমিয়াম দিয়ে পেনশন পাবেন মান্থলি অথবা কোয়ার্টারলি, অথবা হাফ ইয়ারলি এবং ইয়ারলি বেসিসে দিতে পারেন। এই প্ল্যানে নমিনিকে 100% পারচেস প্রাইস অফার করা হয়।জয়েন্টের আবেদনকারীদের ক্ষেত্রে যদি একজনের মৃত্যু হয় , তাহলে দ্বিতীয়জনও এই লোন পেতে পারবেন। যদি অ্যানুটেন্ট এবং তাঁর স্ত্রী অথবা সন্তান কোনো দুরারোগ্য ব্যাধির শিকার হন, তাহলে অ্যানুটেন্ট পলিসিকে সারেন্ডার করতে পারেন।




এই যোজনা নিতে গেলে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 40 বছর। এবং সর্বোচ্চ বয়স হল 80 বছর। এই পলিসির টার্ম হল সারাজীবন। লোন নিতে গেলে 8.44% হারে লোন নেওয়া যাবে। ধরা যাক এই যোজনায় যদি কেউ 60 বছর বয়সে 10,18000 লাখ টাকা এককালীন প্রিমিয়াম দিয়ে বাৎসরিক পেনশন চান তাহলে তিনি বাৎসরিক পেনশন পাবেন 51,650 টাকা।




এই পেনশনে বিশেষ বৈশিষ্ট্য হলো মাত্র একবার আপনাকে প্রিমিয়াম দিতে হবে এবং একবার প্রিমিয়াম দিলেই সারাজীবন ধরে আপনি পেনশন পেতে পারেন ।এমনকি প্রতিমাসে 12000 টাকা করে পেনশন পেতে পারেন আপনি ।অনলাইনে কিংবা অফলাইনে গ্রহণ করতে পারবেন এই পেনশন এর সুবিধা ।তবে এক্ষেত্রে স্পষ্ট উল্লিখিত আছে যদি নির্দিষ্ট সময়ের আগেই সেই অর্থ আপনি নিতে চান তাহলে সেটি আপনি পাবেন কিন্তু মোট অর্থ থেকে ৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে সেক্ষেত্রে।











