লঞ্চের ওপরে নোরা ফাতেহির নতুন গানে তুমুল নাচ অভিনেত্রী রচনা ব্যানার্জীর! ঝড়ের বেগে ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:সম্প্রতি কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তথা দিদি নাম্বার ওয়ান এর প্রাক্তন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। মানসিকভাবে এরপর তিনি এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে শেষ পর্যন্ত শোয়ের শুটিং পর্যন্ত বন্ধ করে সঞ্চালনার দায়িত্ব অন্যের হাতে তুলে দিয়েছেন। ঠিক এমতাবস্থাতেই ভাইরাল হলো রচনা ব্যানার্জীর একটি নাচের ভিডিও। ভাইরাল এই ভিডিওতে রচনার নাচ দেখে সকলেই আপ্লুত হয়ে পড়েছেন।




ইউটিউবে তুমুল ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রঙের ক্রপ টপ এবং প্যান্ট পড়ে জনপ্রিয় হিন্দি গানে কোমর দোলাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।নাচের পাশাপাশি নানান ধরনের অঙ্গভঙ্গি ও করছেন তিনি। রচনার এই ভিডিওটি বর্তমানে তুমুল ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।




যদিও জানা গেছে তার এই ভিডিওটি বেশ পুরনো। কারণ বর্তমানে তিনি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন যে তার পক্ষে এরকমভাবে নাচ করা সম্ভব নয়। পুরনো ভিডিও হলেও অনুরাগীরা রচনার এই নাচ অত্যন্ত পছন্দ করেছেন। এবং দ্রুত তাকে আবারো আগের ছন্দে ফেরার কথা জানিয়েছেন। প্রসঙ্গত সম্প্রতি বাবা মারা যাওয়ায় দিদি নাম্বার ওয়ান এর শুটিং করতে পারছেন না রচনা। তাই তার জায়গায় এবার থেকে এই রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করতে দেখা যাবে সুদীপা বন্দ্যোপাধ্যায় কে।











