নিজস্ব প্রতিবেদন :-বর্তমানের এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া ।। এমতাবস্থায় সাধারণ মানুষরা গাড়ির গ্যারেজের মধ্যে তুলে দিয়ে সাইকেল নিয়ে রওনা দিচ্ছেন তাদের গন্তব্যস্থলে ।কারণ সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত টাকা দিয়ে পেট্রোল ডিজেল ঘোরাঘুরি করা সম্ভব নয় । কেউ কেউ আবার বিকল্প পথ হিসেবে ইলেকট্রিক গাড়ি স্কুটি কিনে ফেলেছেন । কিন্তু এই ঘটনা বাকি সকল ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা এবং এই পদ্ধতি অবলম্বন করলে কথা দিলাম লাভবান থাকবেন আপনি ব্যাপক পরিমাণে ।
আমরা যত উন্নত হয়ে ছি তত উন্নত হয়ে ছি আমাদের চাওয়া পাওয়া গুলো তার পাশাপাশি বেড়ে চলেছে যাতায়াতের পরিষেবার । আগে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে লেগে যেত অনেকক্ষণ সময় । কারণ যাতায়াত ব্যবস্থা তখনকার দিনে কতটা উন্নত ছিল না । তবে সভ্যতার অগ্রগতির হাত ধরে সবকিছুর মতনই যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটেছে । শহর থেকে শহরে যেতে বাস-ট্রেন প্রচলন শুরু হয়েছে । তার পাশাপাশি এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক দেশ থেকে অন্য দেশে যেতে বিমান পরিষেবা শুরু হয়েছে ইতিমধ্যে।
আরও পড়ুন-ভোটের আগেই আয়কর দপ্তর নোটিস পাঠাল অনুব্রত মণ্ডল কে।
কিন্তু সম্প্রতি এমন এক ধরনের ঘটনা দেখা গেছে যে সত্যিই অবাক করার মতন। তার পাশাপাশি সেই ঘটনাটি অত্যন্ত হাস্যকর। আমরা ঘোড়ার গাড়ি দেখেছি কলকাতার রাজপথে বা দেশের বিভিন্ন প্রান্তে । কিন্তু এ এক আজব গাড়ির সাক্ষী রইল গোটা দেশবাসী । শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি একটি ভিডিও টুইট করেছেন এবং সেটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে । বলতে পারেন শোরগোল পড়ে গেছে গোটা সোশাল মিডিয়া জুড়ে । কারণ সেই ভিডিওতে তিনি তুলে ধরেছেন এমন এক গাড়ি যা সত্যিই অবাক করার মত।
ভিডিওতে দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ির আদলেই তৈরি করা একটি বিশেষ গাড়ি । কিন্তু ঘোড়ার বদলে রয়েছে গরু এবং পিছন দিকে অংশটি একটি অর্ধেক অ্যাম্বেসেডর এই ধরনের গাড়ি সচরাচর কেউ দেখেনি। তাই রাস্তাতে এই ধরনের গাড়ি দেখা মিলতে অনেকেই সেটিকে ক্যামেরাবন্দি করেছেন। তবে শিল্পপতি আনন্দ মহিন্দ্রা এই ভিডিওটি শেয়ার করেছেন তা নিজস্ব টুইটারে এবং অবাক করার মতন এই গাড়িটি বিবরণ তিনি তুলে ধরেছেন । তবে গাড়িটি কোথাকার তা জানা সম্ভব হয়নি । যদিও কমেন্ট সেকশনে এক ব্যক্তি জানিয়েছেন কর্নাটকের ধর্মশালায় দেখা মেলে এই ধরনের গাড়ি । কিন্তু এখনো তার সত্যতা প্রমাণ হয়নি ।
I don’t think @elonmusk & Tesla can match the low cost of this renewable energy-fuelled car. Not sure about the emissions level, though, if you take methane into account… pic.twitter.com/C7QzbEOGys
— anand mahindra (@anandmahindra) December 23, 2020