নিজস্ব প্রতিবেদন: গত দুই সপ্তাহেরও বেশী সময় ধরে রাজ্যে চর্চায় রয়েছে সিবিআই। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা নারদ মামলার তদন্তে নেমে গ্রেফতার করেছিলো মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা প্রাণাতিপাত করেও চার হেভিওয়েট নেতাদের জামিন আটকাতে পারেননি।
সিবিআই কার্যত হাইকোর্টে এই মামলায় মুখ থুবড়ে পড়েছে।এবার সিবিআইয়ের নতুন ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল এক নতুন নির্দেশিকা জারি করেছেন সমস্ত সিবিআই অফিসার , স্টাফদের জন্য । এবার থেকে ক্যাজুয়াল ড্রেস অর্থাৎ স্পোর্টস শু থেকে শুরু করে জিন্স, টি-শার্ট আর পড়া যাবে না সিবিআই দপ্তরে।
আরও পড়ুন-নিরাপত্তা বলয় বাড়ছে ফিরহাদের। বাড়িতে এবং পুরভবনেও বাড়ানো হল নিরাপত্তা।
তেমনি মহিলাদের এই ধরনের ড্রেস পরা যাবে না। পুরুষ এবং মহিলা অফিসার, স্টাফদের ফরম্যাল ড্রেস পড়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্টাফদের যথাযথ সেভিং করেও আসতে বলা হচ্ছে। কর্মক্ষেত্রে আরো স্বচ্ছ্বতা এবং পেশাদারিত্ব আনার লক্ষ্যে এই নির্দেশিকা জারি করেছে সিবিআই, এমনটাই জানা গিয়েছে। পুরুষরা পরবেন ফরম্যাল জুতো, ফরম্যাল শার্ট, প্যান্ট।
আরও পড়ুন-“অবসরপ্রাপ্ত আমলাদের পুনর্নিয়োগের বাধ্যতামূলক হবে ভিজিল্যান্সের ছাড়পত্র।”- জারি হল নির্দেশিকা।
মহিলারা পরবেন শাড়ি, স্যুট, ট্রাউজার এবং ফরম্যাল শার্ট। জিন্স, টি শার্ট, স্নিকার্স, চপ্পল পরে অফিসে আসতে পারবেন না কেউ।