কোনো দিন ভুলেও সন্তানের সামনে এই আচরণগুলি করবেন না! জেনে নিন।









নিজস্ব প্রতিবেদন:-আমরা প্রত্যেকেই চাই যাতে আমাদের সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠুক মানুষের মত মানুষ হয়ে উঠুক । এই পরিবেশে যা কিছু বাজে বা খারাপ বিষয় সেই সমস্ত বিষয়গুলি থেকে তারা যাতে এড়িয়ে চলতে পারে সে ব্যাপারে আমরা সচেতন থাকার চেষ্টা করি ।কিন্তু তবুও মাঝে মধ্যে কোন কোন সন্তান বেপথে চলে যায় যার ফলে তাদের জীবন নরকীয় হয়ে ওঠে ।কিন্তু যে সমস্ত আচরণগুলো ছোটবেলা থেকে করা একদমই উচিত নয় সেগুলি নিয়ে আলোচনা করব আজকে প্রতিবেদনে।




দত্তক নেওয়া:-দত্তক নেওয়া একটি মহৎ কাজ ।যদি কেউ কাজটি করে থাকে অতি অবশ্যই তাকে বাহবা জানান । কিন্তু সন্তান বড় হবার সাথে সাথে তাকে এই সত্য তারা জানানো উচিত ।কারণ বড় হয়ে যখন সে শারিরিকভাবে কোন মিল খুজে পাবে না অন্য কারো মাধ্যম থেকে জানতে পারবে যে আপনারা তাকে দত্তক নিয়েছে তখন কিন্তু সে অনেকটা আঘাত পাবে এবং এর ফল অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে।




অতিরিক্ত আদর-মা-বাবা সন্তানকে ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত ভালোবাসা সন্তানের ক্ষতির কারণ। সন্তানের সব কথা মানা, প্রশ্রয় দেওয়া, সব জেদ পূরণ করার অর্থ তার ভবিষ্যত নষ্ট করে দেওয়া। সব শখ পূরণ না করাই ভালো।




শৈশব হারিয়ে ফেলা :-অনেক অভিভাবক আছেন যারা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে পড়ার মধ্যে রেখে দেয় ।আশেপাশে তৈরি করে বইয়ের পাহাড়। কিন্তু এমনটা করা একদমই উচিত নয় যদি সে বাচ্চা তার নিজস্ব করতে না পারে তাহলে কিন্তু এর প্রভাব পরবর্তী জীবনে ব্যাপক মাত্রায় সৃষ্টি হবে।




অবজ্ঞা-একটি পরীক্ষার ফল বা পুরস্কারের চেয়ে সন্তানের সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো কিছুতে জিততে না পারলে তাচ্ছিল্য বা মন্দ কথা বলা ঠিক নয়। আবার তাকে জোর করে কিছু করতে বাধ্য করবেন না। তার পছন্দের কাজকে তুচ্ছ মনে করবেন না। বরং উৎসাহ দিন। আস্থা হারাবেন না।











