খাবার খুঁজতে খুঁজতে সাপের গর্তে সামনে হাজির নেউল! শুরু হল তুমুল লড়াই! মুহূর্তে ভাইরাল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন:-যে সমস্ত পশুপাখিরা জন্তু জানোয়াররা বনে জঙ্গলে বসবাস করে তাদের জীবন রীতিমতো দুর্বিষহ কারণ কখন যে আক্রমণ তাদের দিকে দিয়ে আসবে আগে থেকে টের পাওয়া মুশকিল । তাই তারা তাদের কে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত করে সংগ্রাম এবং কখনও কখনও এই সংগ্রাম এতটা কঠিন হয়ে ওঠে যে সেগুলি ভিডিওর মাধ্যমে যখন আমাদের সামনে উঠে আসে তখন আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি শুধুমাত্র নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের সন্তানকে বাচাঁনোর দায়িত্ব পড়ে সেই সমস্ত পশু-পাখি জন্তু-জানোয়ার প্রতি সম্প্রতি সেরকম একটি ঘটনা দেখা গেল।
আমাদের প্রতিনিয়ত জীবনে এমন অনেক ঘটনাই ঘটে থাকে যা আমাদের হাসায়, কাঁদায়, বা অনুপ্রেরণা জাগায়। তার সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত এমন অনেক ভিডিও বা ছবি ভাইরাল হয় যা কখনো কখনো আমাদের অনুপ্রেরণা জায়গায় ,কখনো বা আমাদের হাসতে শেখায়, আবার কখনো আমাদর শিক্ষা দেয় বুক চিতিয়ে শেষ নিঃশ্বাস অবধি লড়াই এর ।
বর্তমানে সামাজিক মাধ্যমে এরোম অনেক ছোট বড় ঘটনা আমাদের নজরে আসে ।এ প্রজন্মের সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটি যেটি সোশ্যাল মিডিয়ার সাথে বা সামাজিক মাধ্যম এর সাথে যুক্ত সেটি হল” ভাইরাল ” ।এই ভাইরাল শব্দের মাধ্যমে আমরা সাধারণত কোন কিছুর গুরুত্ব বিচার করে থাকি ।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি হলুদ রঙের বেজির সাথে সাপের লড়াই । সাপটি রাস্তার মধ্যে ছিল এবং সেই বেজি সামনে ছিল । হঠাৎ তাদের মধ্যে লেগে যায় একটি খণ্ডযুদ্ধ । যদি এখানে হার-জিতের কোন প্রশ্ন আছে না । কিন্তু আমরা প্রত্যেকেই জানি সাপ এবং বেজি বহু যুগ আগে থেকে শত্রুতা রয়েছে ।। এবং সে শুধু তোর জন্যই মাঝেমধ্যে যুদ্ধে লিপ্ত হয়ে তারা ।
ভিডিওটি এত পরিমাণে ভাইরাল হয়েছে যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া সর্বত্র । তার পাশাপাশি এই ধরনের বিরল ঘটনা দেখতে আমরা মোটেও অভ্যস্ত নয় । কাজেই আমাদের সামনে যদি এই ধরনের ঘটনা আসে তা মুহূর্তের মধ্যে আমাদের নজর কাড়ে এমনটা বলার অপেক্ষা রাখে না এই ঘটনা তার প্রমাণ ।