আবেদনপত্র জমা নিতে গিয়ে নাজেহাল কৃষি দফতর!জানুন বিস্তারিত।

নিজস্ব প্রতিবেদন:-গতকাল রাজ্যে এসেই কৃষি প্রকল্প কে ভিত্তি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী।এদিকে আজ থেকেই প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পতে আবেদন জমা নিতে নাজেহাল হলো কৃষি দফতর।জানা গিয়েছে, আজই ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
আর তার ফলেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা অবস্থার। এক কৃষি দফতরের আধিকারিকের কথায়,সমস্ত আবেদনের কাগজ নিতে নিতে রাত পেরিয়ে ভোর হয়ে যাবে।অপরদিকে কৃষি দফতর সূত্রে জানানো হয়েছে,বিকাল ৩টে পর্যন্ত অনলাইনে ২৮,৭০৬ জন কৃষক আবেদন জমা করেছেন।
আরও পড়ুন-প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব;কটাক্ষ বিজেপির ।
এদিকে এই আবেদনপত্র জমা দেওয়াকে কে কেন্দ্র করে প্রায় উৎসব চলছে উদয়পুরের কৃষাণ মান্ডিতে অবস্থিত কৃষি দফতরে। কাউকে দেখা যাচ্ছে ল্যাপটপ,কম্পিউটার নিয়ে বসে প্রিন্ট দিতে। আবার কেউ ব্যস্ত কাগজ পত্র লিখে দিতে।