শুধুমাত্র একটি IPL টিম কিনেছিলেন মুকেশ আম্বানি, গোটা IPL কিনে নিলেন রতন টাটা!









নিজস্ব প্রতিবেদন:-ভারতের সর্বোচ্চ ধনী ব্যক্তিদের মধ্যে প্রথমেই আমরা মুকেশ আম্বানির কথা বলতে পারি। গোটা দেশে তিনি তার আর্থিক ক্ষমতা এবং খ্যাতির কারণে সমানভাবে জনপ্রিয়। অনেকেই মুকেশ আম্বানি এবং তার পরিবারের জীবনযাত্রা নিয়ে কৌতুহল প্রকাশ করে থাকে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা মুকেশ আম্বানির আইপিএলের টিম নিয়ে আলোচনা করতে চলেছি।




জানিয়ে রাখি মুকেশ আম্বানির আইপিএল টিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হিসেবে এবারে পরিচিতি পেতে চলেছে। সম্প্রতি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা আম্বানি একটি আইপিএলের দল কিনেছেন। এখনো পর্যন্ত এই দল সবথেকে বেশিবার আইপিএল খেতাব জয় লাভ করে এসেছে। দলটি হল মুম্বাই ইন্ডিয়ান্স।




সম্প্রতি মুকেশ আম্বানির পদাঙ্ক অনুসরণ করেই ভারতের স্বনামধন্য ব্যক্তি এবং বৃহত্তম শিল্প সংস্থার কর্ণধার রতন টাটাও একটি আইপিএল টিম কিনেছেন। তার টিমটি টাটা আইপিএল নামে পরিচিতি পেতে চলেছে। শুধু ভারতেই নয় সারা বিশ্বে এটি জনপ্রিয়তা অর্জন করবে।বিশেষত রতন টাটা একজন অত্যন্ত ভালো মনের ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।




করোনা আবহে নানানভাবে বহু মানুষের সাহায্য করেছেন তিনি।তার আইপিএল টিম টিও যে জনপ্রিয়তা লাভ করবে তাতে কোন সন্দেহ নেই।চলতি বছরের আইপিএল টুর্নামেন্ট এই সম্ভবত এই দলটি অংশগ্রহণ করতে চলেছে।আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা একটি মন্তব্যের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না।বিস্তারিত জানতে পরবর্তী প্রতিবেদন গুলির উপর নজর রাখতে থাকুন।











