
নিজস্ব প্রতিবেদন:-ভোট পূর্ব বাংলায় জোর প্রতিপক্ষের সম্মুখীন হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলস্বরূপ প্রথম থেকেই শহর থেকে গ্রাম জনসংযোগ করার কাজে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের উদ্দেশ্যে স্বাস্থ্য সাথী কার্ড,দুয়ারে সরকার থেকে শুরু করে মায়ের রান্নাঘর সহ একাধিক প্রকল্প চালু করেছেন তিনি। যদিও এই প্রকল্প নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।কিন্তু তাতেও কোনো পরিবর্তন ঘটেনি বিজেপির প্রচারে।
এরইমধ্যে গতকাল নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন।শেষমেষ এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে বামেদের দ্বারস্থ হলো শাসক দল।গতকাল নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা সৌগত রায় একাধিক মন্তব্য করেন।তিনি বলেন,‘বহিরাগত কেউ এসে বাংলায় ছড়ি ঘোরাবে, তা আমরা মেনে নেব না।
আরও পড়ুন-পাঁচ রাজ্যের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বাংলা,ভোট হবে ৮ দফায়!
আমরা এটা আটকাবই।উনি(নরেন্দ্র মোদি) রবীন্দ্রনাথ নন, উনি হলেন ঠগেন্দ্রনাথ। উনি সারা ভারতকে ঠকাচ্ছেন। কৃষকদের ঠকাচ্ছেন বলেই, কৃষকরা ৩ মাসের উপরে দিল্লীর সীমান্তে ধরনা দিচ্ছে’। সবশেষে বামেদের মধ্যে সজীবতা ফিরিয়ে আনতে সৌগত রায় বামপন্থীদের উদ্দেশ্য করে মন্তব্য করেন,একটু নড়াচড়া করুন।