বাঁদর হেল্পিং হ্যান্ড! মালকিনকে রুটি বেল সাহায্য করছে বাঁদরটি! এমনটাই দেখা গেলো এই ভিডিওতে! তুমুল ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :-আচ্ছা কখনোকি এমনটা শুনেছেন যে আপনার সংসারে হেল্পিং হ্যান্ড হতে পারে একটা হনুমানের বাচ্চা যদি না শুনে থাকেন তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন । আমরা প্রত্যেকেই চাই যে আমাদের নিত্যদিনের জীবনযাত্রা একটু ভিন্ন মাত্রায় স্বাদ আনতে এবং এই ভিন্ন মাত্রায় স্বাদ আনার জন্য কখনো পাহাড় জঙ্গল সমুদ্র তে পারি দিয়ে থাকি আমরা । যারা জঙ্গল সফরে গিয়েছেন তারা অতি অবশ্যই হাতি বাঘ ভাল্লুক ইত্যাদি দর্শন পেয়েছেন এমনটা আশা করা যেতেই পারে । কারণ সাধারণত মানুষ এই সমস্ত জিনিস গুলো কে বা পশুপাখিদের দেখার জন্য জঙ্গলে পাড়ি দেয় ।




আমাদের দেশ হোক বা বাইরের কোন দেশে বাড়িতে গৃহপালিত পশু হিসেবে তারা হনুমানের বাচ্চাকে রেখে থাকেন । ঠিক তেমনি দেখা গেছে একটি ঘটনা । যেখানে হনুমানের বাচ্চার আজব কিছু আচরণ লক্ষ্য করা গেছে এবং সেগুলি ক্যামেরাবন্দি করা হয়েছে যা পরবর্তী সময়ে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে । তোলপাড় করেছে নেট দুনিয়া কে।




সম্প্রতি যে ভিডিওটি প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে একটি বাড়ির মহিলা রান্না ঘরে বসে রান্না করছে। হঠাৎ করে তার পাশে এসে বসে সেই বাড়িতে পুষে রাখা একটি হনুমানের বাচ্চা বাড়িতে থাকা রান্না করা খাবার খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে হনুমানের বাচ্চাটি। বাড়ির সেই গৃহবধু তার সেই ইচ্ছাকে পূরণ করেছে ।




এবং বাটিতে করে রান্না করা খাবার তার দিকে এগিয়ে দিয়েছে । সেই হনুমানটি নিশ্চিন্তে বসে বসে খাবার খাচ্ছে। তবে এখানেই শেষ নয় পাশাপাশি সেই হনুমানটি আবার রুটি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। পরবর্তী ক্ষেত্রে তাকে একটি রুটি দেওয়া হয়েছে। খুব সুন্দর ভাবে শান্ত হয়ে বসে অল্প অল্প করে রুটি খাচ্ছে হনুমানের বাচ্চাটি ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছেন মাধ্যমে ব্যাপক পরিমাণে।











