








নিজস্ব প্রতিবেদন:প্রায় নয় বছর পর আবারও বাংলায় জানুয়ারির শেষ সপ্তাহে চরম শীতের আমেজের মুখোমুখি থেকেছে বঙ্গবাসী। জানা যাচ্ছে 31 শে জানুয়ারি চলতি মাসের সবথেকে শীতলতম দিন হতে চলেছে। প্রসঙ্গত এর আগে 2013 সালের 29 জানুয়ারি ঠিক এমনটাই ঠান্ডার মুখোমুখি হয়েছিল বাংলা।




এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল 10.7 ডিগ্রী সেলসিয়াসে। এরপর চলতি বছরের মধ্যে গতকাল আবারো তাপমাত্রা 12 এর ঘরে পৌঁছে যায়। জানা যাচ্ছে এটাই সব থেকে রেকর্ড পতন হতে চলেছে চলতি বছরে তাপমাত্রার।আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত প্রায় দিন দুয়েক সারা বাংলা জুড়ে চরম ঠান্ডা বজায় থাকবে। তবে সরস্বতী পুজোর আগেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে।




মোটামুটি সোমবার থেকেই রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ হতে চলেছে। যার জেরে আবারো ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।তবে সরস্বতী পুজোর ঠিক আগেই পশ্চিমী ঝঞ্জা এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্তের কারণে আবারো বৃষ্টিপাতের সাক্ষী থাকবে বাংলা।মোটামুটি চলতি সপ্তাহের বৃহস্পতি ,শুক্রবার থেকে টানা রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে। আগামী 3 ও 4 ফেব্রুয়ারি পশ্চিম এবং উত্তরবঙ্গের জেলা গু-লি তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে।




পাশাপাশি 4 এবং 5 ফেব্রুয়ারি কলকাতা এবং অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশ কুমার দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”সোমবার পর্যন্ত এমন ভাবেই জাঁকিয়ে ঠান্ডা থাকবে। তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। 4 ও 5 তারিখ কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।











