আজ ধর্মঘট অব্যাহত বামেদের; কোথাও চলছে রেল বা সড়ক অবরোধ, আবার কোথাও ক্যারামবোর্ড নিয়ে চলছে খেলা!

নিজস্ব প্রতিবেদন:-পুলিশি বর্বরতার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রায় 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছেন বামেরা।উল্লেখ্য,একাধিক বাম ছাত্র–যুব সংগঠনের নবান্ন অভিযানকে ঘিরে বৃহস্পতিবার তুমুল অশান্তি সৃষ্টি হয় এস এন ব্যানার্জি রোডে।পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে হাতাহাতির অবস্থার সৃষ্টি হলে প্রায় 32 জন সমর্থক আহত হন।
এরই প্রতিবাদে সিপিএমের তরফে আজ বন্ধের ঘোষণা করা হয় রাজ্যে।খুব জোরদারভাবে না হলেও ইতিমধ্যেই রাজ্যের বিক্ষিপ্ত অঞ্চলজুড়ে দেখা গিয়েছে ধর্মঘটের প্রতিফলন।শ্যামবাজার পাঁচমাথার মোড় অবরোধ করেন বাম কর্মীসমর্থকরা। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়।
আরও পরুন-বিজেপির রথযাত্রা বাতিলের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট;স্বস্তিতে পদ্মফুল শিবির!
বর্ধমান শহরে কার্জন গেট চত্বরে বাম কর্মীসমর্থকরা পথ অবরোধ করেন। এদিন বন্ধের প্রভাব দেখা গেছে আসানসোলেও। পাশাপাশি হুগলি পান্ডুয়া স্টেশন রেল অবরোধ করেন বামেরা।দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাসপাতাল মোড়ে রাস্তায় ক্যারম বোর্ড পেতে খেলতে শুরু করেন ধর্মঘটীরা। এছাড়াও বিভিন্ন অঞ্চলজুড়ে সড়ক অবরোধে সামিল হয়েছেন বামেরা।যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইতিমধ্যেই যাবতীয় পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে শহরে।