নিজস্ব প্রতিবেদন: গতকাল রবিবার আইপিএলের ইতিহাসে অনন্য নজির করল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।২০৩ টি ম্যাচের মধ্যে গতকাল শততম ম্যাচে জয়লাভ করে উজ্জলতার শিখরে পৌঁছে গেল কেকেআর।দীর্ঘদিন ধরে চলা আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করেছিল ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।এই প্রথম জয় ছিল তাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।১৩ বছর আগে সেই প্রথম ম্যাচটিতে ব্রেন্ডন ম্যাককালাম ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন।
বর্তমানে ২০২১ সালের আইপিএলে এই ব্রেন্ডন ম্যাককালামই রয়েছেন কলকাতার দলের হেড কোচ হিসেবে।স্বাভাবিকভাবেই গতকালের দিনটি তার জন্য একটি উল্লেখযোগ্য দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তবে আইপিএলের ইতিহাসে কেকেআর ছাড়াও আরো দুটি দলের ঝুলিতে শততম জয়লাভের কৃতিত্ব রয়েছে।এই দুটি দল হলো, বর্তমানের রোহিত শর্মার অধিনায়কত্বে থাকা মুম্বই ইন্ডিয়ান্স এবং মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে থাকা চেন্নাই সুপার কিংস।
তবে টি-টোয়েন্টির ইতিহাসে অনেক আগেই শততম জয়ের লক্ষ্য মাত্রা পেরিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স।২০১৯ সালের ২৮ এপ্রিলে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে সেই নজির গ়ড়ে কেকেআর।উল্লেখ্য গতকাল নাইটদের দলে ছিলেন শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণা ও বরুণ চক্রবর্তী।কলকাতার হয়ে ওপেন করতে নামেন নীতিশ রানা ও শুভমন গিল।
প্রথম ওভারে কেকেআর বিনা উইকেটে ৪ রান তোলে।৬ ওভারের মধ্যেই অর্ধশত রান পূর্ণ করে দেয় কেকেআর।৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮০ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন নীতিশ রানা।কলকাতার ৬ উইকেটে ১৮৭ রানের জবাবে সানরাইজার্স ৫ উইকেটে ১৭৭ রানে শেষ করে তাদের ইনিংস। ১০ রানের ব্যবধানে চলতি মরশুমের আইপিএলের প্রথম ম্যাচটি জিতে যায় কলকাতা নাইট রাইডার্স।