
নিজস্ব প্রতিবেদন:-করোনাকালে গত বছর আগস্টেই দ্বিতীয় সন্তানের আগমনের কথা ঘোষণা করেছিলেন সইফ আলী খান। তারপর থেকেই নেটিজেনরা অপেক্ষায় ছিল খুশির খবরের। সম্প্রতি বেশ কয়েকদিন আগে করিনাকে প্রসবের ডেট দেওয়া হলেও, কোন অজ্ঞাত কারণবশত সেই দিন পিছিয়ে যায়।
এদিন রবিবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নবাব ঘরণী। স্বাভাবিকভাবেই এই পুত্র সন্তানের খবর সামনে আসার পর থেকে, খুশিতে উচ্ছ্বসিত কাপুর এবং পতৌদি পরিবারের সদস্যরা।
আরও পড়ুন-বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশে ভাইরাল টুম্পা সোনা! গানের মাধ্যমে বার্তা রাজ্যবাসীকে।
চতুর্থবার বাবা হয় এদিন সাংবাদিক সহ অনুরাগীদের সইফ জানান,”ভগবানের আর্শীবাদে আমাদের পুত্র সন্তান হয়েছে। মা ও সন্তান দুজনেই একদম সুস্থ ও সুরক্ষিত রয়েছে। সকলকে অনেক ধন্যবাদ, আমাদের সকল অনুরাগীদের আমরা মন থেকে ধন্যবাদ জানাচ্ছি তাঁদের শুভ কামনা, ভালোবাসা এবং সমর্থনের জন্য”। উল্লেখ্য এই চতুর্থ সন্তানের আগেও প্রথম পক্ষের সারা এবং ইব্রাহিম এবং করিনার প্রথম পুত্র সন্তান তৈমুর রয়েছে।