শুধু মাত্র হারপিক ও তেঁতুল দিয়েই ঝকঝকে নতুন করে ফেলুন গ্যাসের বার্নার! রইল পদ্ধতি।









নিজস্ব প্রতিবেদন:বর্তমান জীবনের নানান ধরনের খুঁটিনাটি তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব গ্যাস বার্নার বা ওভেন পরিষ্কার করার বিশেষ কিছু পদ্ধতি। প্রসঙ্গত রান্নার পরে এই জিনিসগুলো বিশেষভাবে নোংরা বা অপরিচ্ছন্ন হয়ে থাকে।




তাই অবশ্যই এই দুটি জিনিস কে নিয়মিত পরিষ্কার করা উচিত। এতে যেমন রান্না ঘরের সৌন্দর্য বজায় থাকে ঠিক তেমনভাবেই খাবার বানানোর সময় কোন অসুবিধে হয়না। কিভাবে ঘরোয়া উপায় এর সাহায্যে গ্যাস বার্নার পরিষ্কার করা যায় আসুন জেনে নেওয়া যাক।




এই ক্ষেত্রে আপনারা হারপিক এবং তেতুল ব্যবহার করতে পারেন।এই দুটি পদার্থই খুব সহজেই গ্যাস বার্নার পরিষ্কার করতে সক্ষম। প্রথমে একটি পাত্রে গ্যাস বার্নার দুটিকে নিয়ে নিতে হবে। তারপর এরমধ্যে কিছুটা হারপিক ফেলে দিন।একটি ব্রাশ দিয়ে বেশ কিছুক্ষণ বার্নার দুটিকে ঘষতে থাকুন দেখবেন, এগুলি কেমন পরিষ্কার এবং চকচকে হয়ে গিয়েছে।।




দ্বিতীয়ত গরম জলের মধ্যে তেতুল আর সামান্য পরিমাণে ডিটারজেন্ট মিশিয়ে দিতে হবে। এবারে সেই জলের মধ্যে গ্যাসের দুটি বার্নার কিছুক্ষণ চুবিয়ে রাখুন। এরপর ভালো করে বেশ কিছু সময় ধরে ব্রাশ দিয়ে ঘষে নিন বার্নার দুটিকে। এই প্রতিবেদনটি আপনাদের কতটা কাজে লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।











