








নিজস্ব প্রতিবেদন:টেকনোলজি উন্নত হওয়ার সাথে সাথেই ক্রমাগত মানব জীবনের সাথে জড়িত বিভিন্ন পরিষেবাগুলি উন্নত হয়ে চলেছে। চলতি বছরেই ভারতের 5G নেটওয়ার্ক প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলস্বরূপ দেশের জনসাধারণ আরো দ্রুতগতিতে ইন্টারনেট পরিষেবা লাভ করতে পারবেন।




আপাতত দেশের প্রত্যেকটি টেলিকম সংস্থা যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া প্রভৃতি এই নেটওয়ার্কে দ্রুত কাজ চালানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কিন্তু সকলকে ছাড়িয়ে আরো ধাপ এগিয়ে গিয়েছে জিও। ফিনল্যান্ডের গবেষকদের সঙ্গে হাত মিলিয়ে এই সংস্থা 6G প্রযুক্তিতে কাজ করার সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে।




জানা যাচ্ছে গত 20 জানুয়ারি রিলায়েন্স জিও এবং university of oulu এর মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে এই দুই সংস্থা বর্তমানে যৌথভাবে 6G পরিষেবা নিয়ে গবেষণা করবে।আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই ফাইভ-জি প্রযুক্তিকে আরও আপগ্রেড এবং এই নতুন গবেষণায় সাফল্য লাভ করতে চলেছে তারা।




প্রসঙ্গত বর্তমানে জিওর কাছে 400 মিলিয়ন এর বেশি গ্রাহক রয়েছে। 400 মিলিয়ন অর্থাৎ প্রায় 40 কোটি। নিঃসন্দেহে ভারতের মতো দেশে এই পরিসংখ্যান কম নয়। এমতাবস্থায় একসাথে 5G এবং 6G পরিষেবা যে উন্নয়ন নিয়ে আসবে তাতে কোন সন্দেহ নেই। এমনকি এই উন্নয়ন সমগ্র বিশ্বের উপরেই প্রভাব ফেলতে চলেছে।।











