








নিজস্ব প্রতিবেদন:বর্তমানে দীর্ঘ সময় ধরে গ্রাহকদের সুবিধার্থে সিম কোম্পানিগুলো নানান ধরনের অফার নিয়ে এসেছে। বিশেষত আনলিমিটেড ডাটা এবং আনলিমিটেড কলিং এর ক্ষেত্রে নানান ধরনের নতুন পরিষেবা নিয়ে আসা হচ্ছে। বর্তমানে মানব জীবনে ইন্টারনেটের ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ।




করোনা আবহে লকডাউন চলার সময় অনলাইন ক্লাস এবং অন্যান্য মিটিং এর জন্য ইন্টারনেটের ব্যবহার অত্যন্ত বেড়ে গিয়েছিল। সেই কারণে বিভিন্ন টেলিকম অপারেটর সংস্থাগুলি স্বল্প মূল্যে ইন্টারনেট এর নানান ধরনের প্যাক নিয়ে এসেছে।




সম্প্রতি এবারে এই আসরে নামলো বিএসএনএল। জিও,ভোডাফোন এবং এয়ারটেল এর মত কোম্পানিগুলোকে টেক্কা দিতে এবারে নিজেদের পরিষেবা নিয়ে এসেছে বিএসএনএল।




যদি আপনি বিএসএনএলের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে, মাত্র 97 টাকা রিচার্জ করলেই অনেক সুবিধা পেয়ে যাবেন। প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট এর পাশাপাশি বিভিন্ন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন গ্রাহকরা।




এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে 18 দিন। বিএসএনএলের 98 টাকার প্যাক টি রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন, 22 দিনের ভ্যালিডিটি সম্পন্ন একটি অফার। এর মাধ্যমে প্রতিদিন দুই জিবির হিসেবে 44 জিবি নেট পাবেন আপনি।




সর্বোপরি যদি আপনি বিএসএনএলের 99 টাকার প্যাক টি রিচার্জ করে ফেলেন তাহলে সমস্ত নেটওয়ার্কে 22 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে কোন রকম ইন্টারনেটের সুবিধা দেবে না কোম্পানি।




তাই যদি আপনি স্বল্পমূল্যে আনলিমিটেড কলিং এবং ইন্টারনেটের সুবিধা পেতে চান সে ক্ষেত্রে বিএসএনএলের গ্রাহক হয়ে যেতে পারেন। আর দেরি না করে নিকটবর্তী বিএসএনএল ডিস্ট্রিবিউটর এর সঙ্গে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে নজর রাখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদন গুলির উপর।











