
নিজস্ব প্রতিবেদন: প্রথম থেকেই পেগাসাস সহ, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষি বিলের বিরোধিতা সহ বিভিন্ন ইস্যুতে সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলের নেতা-নেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই দিল্লির মাটিতে পা রেখেছিলেন। তিনি দিল্লীতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন , এছাড়াও তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করেছেন। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের সাথে তিনি বৈঠক করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশজুড়ে বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । এদিকে সংসদের বাদল অধিবেশনের প্রথম থেকেই বিরোধীদের ব্যাপক বিরোধিতায় উত্তাল হয়ে রয়েছে সংসদ। সংসদের দুটি সভাতেই ক্রমাগত বিরোধী দলের সাংসদরা বিভিন্ন ইস্যুতে ব্যাপক বিক্ষোভ দেখিয়ে চলেছে। যার ফলে বেশ কয়েকবার সংসদ মুলতুবি রাখতে হয়েছে ।
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় দিল্লির ধর্ষিত দলিত নাবালিকার বাবা মা’র ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী
এবার সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর অপরাধে তৃণমূলের ৬ সাংসদকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে।তৃণমূল সাংসদ শান্তনু সেনকে কয়েকদিন আগেই সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছিলো। তিনি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ নিয়ে ছিঁড়ে ফেলেছিলেন।এবার রাজ্যসভার ছয় তৃণমূল সাংসদকেও সাসপেন্ড করা হল।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে ফোন করে বাংলার বন্যা পরিস্থিতির খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তারা হলেন- আবির রঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ, মৌসম নুর, দোলা সেন, মহম্মদ নাদিমুল হক।এদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,”আমাদের সংসদের সাথে যে ব্যবহার করা হয়েছে তাতে এটা স্পষ্ট প্রমাণিত হলো, যে বিজেপির ৫৬ ইঞ্চির গডফাদার তাঁর পরাজয় স্বীকার করেছেন। তৃণমূল নেতাদের সাসপেন্ড করতে পারলেও তাদের কণ্ঠরোধ করা যাবে না।
আমরা মানুষের জন্য এবং সত্যের জন্য লড়াই থেকে পিছিয়ে আসবোনা। আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই চালাবো।”
The crackdown on our MPs clearly indicates that @BJP4India‘s 56-inch GODFATHER has CONCEDED DEFEAT!
YOU CAN SUSPEND US BUT YOU CANNOT SILENCE US!
We will not budge an inch to fight for our people & to fight for the truth.Until the last drop of our blood –
BRING IT ON! pic.twitter.com/7MvM6saDIH— Abhishek Banerjee (@abhishekaitc) August 4, 2021