বাড়ল কোভিড ব্যাধির মেয়াদ! রাজ্যগুলিকে জরুরী চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব! জানুন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :-প্রতিনিয়ত বাড়তে থাকায় এই জনসংখ্যা কে দমিয়ে রাখার রীতিমতো অসম্ভব ।পাশাপাশি প্রতিনিয়ত বেড়েই চলেছে সংক্রমনের সংখ্যা ।এই মত অবস্থায় দাঁড়িয়ে এই পরিস্থিতিকে দমন করতে গেলে অতি অবশ্যই সতর্ক হতে হবে মানুষজনদের কে। এবং নিয়মবিধি কঠোরভাবে মেনে চলতে হবে । এই নিয়ম বিধি উপর ভরসা রেখে কেন্দ্রীয় সরকার করোনা এর বিধিনিষেধ আগামী 28 শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিল ।




ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতিটি রাজ্যের কাছে চিঠি পাঠানো হয়ে গেছে এবং সেই চিঠিতে পরিষ্কারভাবে তারা উল্লেখ করেছে যে কেন এই মেয়াদ বৃদ্ধি করা হলো কতদিনের জন্য মেয়াদ বৃদ্ধি করা হলে কি কি সর্তকতা অবলম্বন করতে হবে সমস্ত কিছু বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে সেই চিঠিতে ।




সংক্রমণের হার কমতে থাকলে ও সুস্থতার হার বাড়তে থাকলেও এখনও পর্যন্ত এমন বহু রাজ্য রয়েছে যেকোন সংক্রমনের সংখ্যা প্রায় 10 শতাংশের বেশি । ফলে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে তাই এই মেয়াদ বৃদ্ধির পদক্ষেপ ।রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার চিঠিতে বলা হয়েছে, “করোনার চলতি ঢেউয়ের সময়ে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লক্ষে পৌঁছেছে।




যদিও বেশির ভাগ আক্রান্তই দ্রুত সুস্থ হয়ে উঠছেন, এমনকী হাসপাতালে ভরতি হওয়ার হার-ও আগের তুলনায় কম। তবে উদ্বেগের বিষয় এটাই, দেশের ৩৪টি রাজ্যের ৪০৭টি জেলায় সংক্রমণের হার এখনও ১০ শতাংশেরও বেশি ।ফলে কোভিডের বর্তমান প্রবণতা দেখে, সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে।




যে কারণে বর্তমান বিধিনিষেধের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে ।আমি আবারও বলছি, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবশ্যই সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কোভিডের বিরুদ্ধে কোনো রকমের ঢিলেমি যেন না আসে”।











