শুটিংয়ের ফাঁকে প্রকাশ্য রাস্তায় ননদের সঙ্গে দুর্দান্ত নাচলেন হবু মা গুনগুন! দারুন ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোর চরিত্ররা প্রায়শই সময় সংবাদ শিরোনামে থাকেন। এই ধারাবাহিকের প্রধান চরিত্র তৃণা সাহা এবং কৌশিক রায় দর্শকদের বিশেষ পছন্দের। খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের অভিনয় দিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন তারা। বিশেষত পর্দার পাশাপাশি বাস্তব জগতেও তৃণা অত্যন্ত একটিভ। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নানান ধরনের ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন তিনি।




সম্প্রতি তৃণার পর্দার ননদ সাজিকে নিয়ে একটি গানের ভিডিও শেয়ার করেছেন তিনি। জনপ্রিয় “naatu naatu” গানে তাদের এই ভিডিও তৈরি করতে দেখা গিয়েছে। ভিডিও তৈরি করার সময় তৃণার পরনে ছিল ফুলস্লিভ নীলরঙা কুর্তি এবং একটি সাদা প্যান্ট। ইনস্টাগ্রামে তৃনা সাহার ফলোয়ার সংখ্যা কম নয়। অল্প সময়ের মধ্যেই তাই শেয়ার করা এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। প্রায় 32 হাজারের বেশি মানুষ এই ভিডিওটি কে লাইক করেছেন।




প্রসঙ্গত দীর্ঘ সময় ধরে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দের মধ্যে রয়েছে খরকুটো। অসাধারণ পারিবারিক কাহিনী সম্বলিত এই ধারাবাহিকটি টিআরপি রেটিং এর দিক থেকেও শীর্ষ স্থানাধিকারী। যদিও সম্প্রতি এই ধারাবাহিকের সময় খানিকটা পরিবর্তিত হয়েছে। তবে তার পরেও দর্শকদের মধ্যে এই ধারাবাহিকের আকর্ষণীয়তা কমেনি।
— Bengal News Media (@media_bengal) January 23, 2022











