রেশন ডিলার যদি কম পরিমাণে রেশন দেয় কোথায় করবেন অভিযোগ? জেনে নিন বিস্তারিত!









নিজস্ব প্রতিবেদন:দেশে যখন পূর্ণমাত্রায় লকডাউন চলছিল তখন আমরা বুঝেছিলাম রেশন কার্ড এর মর্ম ঠিক কতখানি। বুঝেছিলাম শ্রমিকরা কিভাবে সামান্য দুমুঠো চাল এর জন্য হাহাকার করছিল ।তার পাশাপাশি এটাও দেখেছিলাম যে অসাধু ডিলাররা রেশন ব্যবস্থা কে নিয়ে কিভাবে সাধারণ মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করছে। এমনকি নানান ধরনের জালিয়াতি বা প্রতারণার কথা উঠে এসেছিল খবরের শিরোনামে ।সেই সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার নতুন একটি সিদ্ধান্ত নিল। এবার থেকে সাধারন মানুষ রেশন কার্ড সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সরাসরি প্রধানমন্ত্রীকে কিভাবে আসুন দেখে নেওয়া যাক।




মূলত রেশন ব্যবস্থা যে কারণের জন্য এত সহজ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সাধারণ মানুষ ।। শ্রমিকরা যাতে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে শুধুমাত্র তাদের রেশন কার্ড দেখিয়ে খাবার সংগ্রহ করতে পারে তাই ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক দেশ এক রেশন নামক একটি প্রকল্প চালু করা হয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে অসাধু ডিলার রা কম পরিমাণে সামগ্রী প্রদান করছে গ্রাহকদেরকে।




হয়তো কখনো গ্রাহকরা সেটা টের পাচ্ছে না ।তবে যদি আপনি এমন টের পেয়ে থাকেন যে আপনার ডিলার আপনার কম পরিমাণ রেশন দিচ্ছে তাহলে অভিযোগ জানাতে পারবেন সরাসরি কেন্দ্রীয় সরকারকে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের জন্য হেল্পলাইন নাম্বার জারি করেছে জেনে নিন এক নজরে সমস্ত হেল্পলাইন নাম্বার গুলি




পশ্চিমবঙ্গ – 1800-345-5505
অন্ধ্রপ্রদেশ – 1800-425-2977
অরুণাচলপ্রদেশ – 03602244290
আসাম – 1800-345-3611
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ – 1800-343-3197
বিহার – 1800-3456-194




ছত্তীসগঢ় – 1800-233-3663
চণ্ডীগড় – 1800–180–2068
দিল্লি – 1800-110-841
দাদরা এবং নগরহাভেলি এবং দমন এবং দিউ – 1800-233-4004
গোয়া – 1800-233-0022
গুজরাট – 1800-233-5500




হরিয়ানা – 1800–180–2087
হিমাচলপ্রদেশ – 1800–180–8026
ঝাড়খণ্ড – 1800-345-6598, 1800-212-5512
জম্মু – 1800-180-7106
কাশ্মীর – 1800–180–7011




কর্নাটক – 1800-425-9339
কেরালা – 1800-425-1550
লাক্ষাদ্বীপ – 1800-425-3186
মধ্যপ্রদেশ – 181
মহারাষ্ট্র – 1800-22-4950




মণিপুর – 1800-345-3821
মেঘালয় – 1800-345-3670
মিজোরাম – 1860-222-222-789, 1800-345-3891
নাগাল্যান্ড – 1800-345-3704, 1800-345-3705
ওড়িশা – 1800-345-6724 / 6760
পাঞ্জাব – 1800-3006-1313
পন্ডিচেরি – 1800-425-1082




রাজস্থান – 1800-180-6127
সিকিম – 1800-345-3236
তামিলনাড়ু – 1800-425-5901
তেলেঙ্গানা – 1800-4250-0333
ত্রিপুরা – 1800-345-3665
উত্তরপ্রদেশ – 1800-180-0150
উত্তরাখণ্ড – 1800-180-2000, 1800-180-4188











