নিজস্ব প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির জয়যাত্রাকে বাস্তবায়িত করার যাবতীয় দ্বায়িত্ব এই দুজনই তুলে নিয়েছেন নিজেদের কাঁধে। পরপর বাংলার বুকে জনসভা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এখনো চারটি দফার নির্বাচন বাকি রয়েছে। নবান্নের একচ্ছত্র আধিপত্য তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে রীতিমতো সম্মুখসমরে তৃণমূলের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটিতে একের পর এক জনসভা করে চলেছেন। তেমনি নিরলস পরিশ্রম করে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নন্দীগ্রাম এবং সিঙ্গুরের বুকেও রোড শো করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সবথেকে বেশি বার দেখা দিয়েছে বাংলার মাটিতে জনসভা এবং রোড শো করতে।আজ দার্জিলিং এর লেবং জনসভায় উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন-“বাংলার বাঘিনীর পাশে আছি”- টুইট করে বললেন শিবসেনা প্রধান সঞ্জয় রাউত
ওই জনসভা থেকে তিনি বলেছেন যে , “বন্ধুরা এই দার্জিলিং দেশের সবথেকে সুন্দর শহরগুলোর মধ্যে একটি। দেশের সবথেকে পুরানো স্থাপন করা শহরের মধ্যে অন্যতম হলো এই দার্জিলিং। বিশ্বের সবথেকে প্রথম ইলেকট্রিক এসেছিল দার্জিলিংয়ে। দার্জিলিং তে প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয়েছিলো। সমগ্র বাংলার মধ্যে চা শিল্প গড়ে উঠেছিল সর্বপ্রথম দার্জিলিংয়ে। স্বাধীনতার পরে কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূল কংগ্রেস দার্জিলিংয়ের উন্নয়নে ফুলস্টপ লাগিয়ে দিয়েছেন ।
দেশ অনেক আগে পাড়ি দিয়েছে , কিন্তু আমাদের দার্জিলিং যেখানে ছিলো, সেখানেই থেকে গিয়েছে। কারণ সমস্ত নেতারা এসে দার্জিলিং কে আরাম করার জায়গা হিসেবে বেছে নেন, কেউ দার্জিলিংয়ের বিকাশের কথা চিন্তা করে না। আমি আজ আপনাদের বলতে এসেছি , একবার মোদীজীকে আপনারা ক্ষমতা দিন, পাঁচ বছরে দার্জিলিংয়ের সমস্ত সমস্যা মোদীজী নিরসন করবেন।”