
নিজস্ব প্রতিবেদন :- এবার ফের আরও একবার বড়োসড়ো সিদ্ধান্ত নিল লাইফ ইন্সুরেন্স অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি আমরা আমাদের জীবনকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ধরনের জীবনবীমা করে থাকি প্রত্যেকেই। এই জীবন বীমার সাথে যুক্ত থাকতে আগ্রহ প্রকাশ করে থাকি । সারা বছরে যা উপার্জন তার থেকে কিছু একটা অংশ আমরা সঞ্চয় করি ।
মূলত জীবন বীমার জন্য । ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতার কারণে অচল হয়ে পড়লে অর্থের অভাব জানো উপভোগ করতে না হয় তাই এই ধরনের জীবন বীমার সাথে আমরা নিজেদেরকে জড়িয়ে রাখি এবার ভারতের সবথেকে বড় জীবন বীমা লাইফ ইন্সুরেন্স সংস্থা নিয়ে এলো এই নতুন নিয়ম । না মানলে আপনার পলিসিতে যাবতীয় সমস্যা দেখা দিতে পারে।
সম্প্রতি এলআইসি তরফ থেকে একটি টুইট করা হয়েছে । সেই টুইটে জানানো হয়েছে যে যে সমস্ত গ্রাহকরা তাদের একাউন্টের সাথে এখনো পর্যন্ত আধার কার্ডের লিঙ্ক করার নেই তারা অতি অবশ্যই যেন ৩০ শে সেপ্টেম্বর এর মধ্যে লিঙ্ক করিয়ে নেন । নইলে কিন্তু আপনার একাউন্ট এ একাধিক সমস্যা দেখা দিতে পারে । যার ফলে ভোগান্তির শিকার হতে পারেন আপনি ।
তবে এই আধার কার্ডের সাথে লিংক করানোর জন্য আপনাকে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই । বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি একটি করে নিতে পারবেন । আসুন আমরা জেনে নেব কিভাবে আপনি বাড়িতে বসেই নিজের এলআইসি একাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে পারবেন ।
১. এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে পলিসির তথ্য সঙ্গে প্যান কার্ডের সমস্ত তথ্য দিন।
২. এরপর আপনার যেই নম্বরটি এলআইসি হোল্ডার এর সঙ্গে যুক্ত রয়েছে সেই নাম্বারটি রেজিস্টার করুন এবং রেজিস্টার করার পর মুহূর্তেই একটি ওটিপি আপনার ফোনে আসবে।
৩. ফর্ম সাবমিট হওয়ার পরেই রেজিস্টার সাকসেসফুল বলে একটি মেসেজ আপনার ফোনে আসবে।
৪. পরে আপনাকে জানানো হবে আপনার পলিসি সঙ্গে প্যান কার্ডের লিঙ্কটি হয়ে গিয়েছে।পলিসি স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে একটি অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটি হল – https://www.licindia.in/ এখানে গিয়ে রেজিস্টার করতে হবে। স্ত্রীর জন্য কোনরকম চার্জিত হবে না শুধুমাত্র পলিসির নাম্বার নিজের নাম এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশনের পর যেকোনো সময়ে আপনি পলিসি স্ট্যাটাস চেক করতে পারবেন।
Link your PAN to your LIC policies now!
Log on to https://t.co/fA1vgvFfeK pic.twitter.com/4DUp0xSRdc— LIC India Forever (@LICIndiaForever) September 7, 2021