“পড়াশোনা করবো না, রাজমিস্ত্রি হয়ে পৃথিবীর সব স্কুল ভেঙে দেব!”- পড়তে বসে প্রতিবাদ খুদে পড়ুয়ার! হেসে লুটোপুটি নেটিজেনরা! ব্যাপক ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:বর্তমানে করোনা আবহে মানুষের জীবনযাত্রা অনেকটাই বদ্ধ প্রকৃতির হয়ে পড়েছে। একদিকে যেমন সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঠিক তেমনভাবেই বাড়িতে বসে চলছে অফিস কাছারির কাজ। মানুষের সাথে মেলামেশা কিংবা উৎসব-আনন্দ সবকিছুই যেন এক প্রকার থমকে গিয়েছে। কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য অল্প সময়ের জন্য হলেও সামান্য বিনোদনের প্রয়োজন। আর বর্তমান দুনিয়াতে এই বিনোদনের মাধ্যম হিসেবে কাজ করছে সোশ্যাল মিডিয়া।বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলোতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ক্রমশই বেড়ে চলেছে। প্রতিনিয়ত এখানে নানান ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে।




আজকের এই বিশেষ প্রতিবেদনেও আমরা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল একটি ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি যা দেখে মানুষ অত্যন্ত মজা উপভোগ করেছেন। আমরা সকলেই কমবেশি ছোটবেলায় পড়াশোনা নিয়ে বড়দের কাছে বকুনি খেয়েছি। সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক পড়ুয়া পড়তে বসা নিয়ে মায়ের কাছে প্রথমে মার খায়।




এরপর সে রীতিমত চিৎকার করে কাঁদতে শুরু করে এবং বলতে থাকে যে পড়াশোনা সে করবে না।সে বড় হয়ে রাজমিস্ত্রি হতে চায় এবং পৃথিবীর সকল স্কুল ভেঙে দিতে চায়।এরপর এই কথা শুনে তার মা তাকে লাঠি দিয়ে মারার চেষ্টা করলে সে খাটের উপরে অর্ধেক দাঁড়ানো অবস্থায় ক্রমাগত বলতে থাকে তাকে যেন আরো মারে এবং বেশি করে মারে।




করোনাভাইরাস এর বাড়বাড়ন্তের কারনে সারা দেশজুড়ে শিক্ষাব্যবস্থা কিছুটা হলেও অচল হয়ে পড়েছে।ইন্টারনেট পরিষেবার দুর্বলতা কিংবা আর্থিক দুর্বলতার কারণে অনেকেই অনলাইন ক্লাস চালু থাকলেও তা সঠিকভাবে করতে পারছে না। এমতাবস্থায় ছাত্র-ছাত্রীদের উপর এর প্রভাব পড়ছে তাতে কোন সন্দেহ নেই। যদিও উপরিউক্ত ভিডিওটি মজার ছলেই বানানো হয়েছে ।যদি আপনার এই ভিডিওটি ভাল লেগে থাকে তাহলে একটি মন্তব্য করতে অবশ্যই ভুলবেন না।











