‘ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই বাজেট বানিয়েছি’,এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের!

নিজস্ব প্রতিবেদন:-বিধানসভা নির্বাচনের আগে বর্তমানে চরম ব্যস্ততা নিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত হেভিওয়েট নেতাদের দলত্যাগের থেকে পর থেকেই জোরকদমে প্রচারকার্যে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রীকে। তবে এতকিছুর মধ্যেও শরীরচর্চা করতে ভুলে যান না তিনি।
এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ কিলোমিটার হাঁটেন তিনি। তবে তার বেশিরভাগটাই তিনি করেন বাড়িতে থাকা একটি ট্রেডমিল ও নবান্নে নিজের দফতরে রাখা আর একটি ট্রেডমিলে। আর সেই ট্রেডমিলে তিনি শুধু হাঁটেনই না,খবরের কাগজও পড়েন, পড়াশোনাও করেন। এবং এবারের বাজেটও ট্রেডমিলেই বানিয়েছেন মুখ্যমন্ত্রী।কিছু চিন্তাভাবনা করার থাকলেও তার ট্রেডমিলেই করেন তিনি।
আরও পড়ুন-রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক বামেদের;স্কুল খোলা নিয়ে চিন্তায় অভিভাবকগণ!
মুখ্যমন্ত্রী শরীরচর্চা নিয়ে এই মন্তব্য শুনে স্বাভাবিকভাবেই হাসির রোল ওঠে দর্শকদের মাঝে।আবার অনেকে অবাক ও হয়েছেন।পাশাপাশি এক সাংবাদিক তাকে মঞ্চে একদিক থেকে অপর দিকে হাঁটা নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন,”যদি মাঝে দাঁড়িয়ে বক্তৃতা দিই তবে আমার চোখ থাকবে শুধুই মাঝখানে। কিন্তু আমি যদি পুরো মঞ্চটা ব্যবহার করে ডানদিক, বাঁদিক যাই তা হলে আমি দু’দিকের লোকজনের দিকে চোখ রেখে তাঁদের উদ্দেশে ভাষণ রাখতে পারি”।
One Comment