
নিজস্ব প্রতিবেদন:-বেশ কয়েক দিন ধরেই কয়লা কাণ্ড নিয়ে বাংলাতে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ছিল।ইতিমধ্যেই গতকাল রবিবার সিবিআই-এর পাঁচ সদস্যের একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার স্ত্রীকে নোটিশ দেওয়ার জন্য উপস্থিত হন।যদিও সেই মুহূর্তে বাড়িতে উপস্থিত ছিলেন না অভিষেক পত্নী রুজিরা।
নোটিশ হাতে পাওয়ার পর এ দিন সোমবার মুখ খুললেন তিনি। সূত্র অনুযায়ী, এদিনই চিঠি পাঠিয়ে সিবিআইকে নোটিশের জবাব দেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।কি লিখেছেন তিনি সেই চিঠিতে?জানা গিয়েছে, নোটিশ দেওয়া প্রসঙ্গে সিবিআইকে প্রশ্ন তুলেছেন রূজিরা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-ফেব্রুয়ারির শেষ দিক থেকে আরও ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা;জানুন বিস্তারিত।
এই ঘটনায় তাকে কেন ডাকা হচ্ছে বা কেনই তাকে প্রশ্ন করা হচ্ছে তা জানতে চান তিনি। পাশাপাশি দ্বিতীয় দফার নোটিশ দেওয়ার আগেই রুজিরা জানিয়েছেন,মঙ্গলবার অর্থাৎ ২৩ শে ফেব্রুয়ারি দুপুর ১১টা থেকে ৩টের মধ্যে তাঁর সঙ্গে দেখা করতে পারেন সিবিআই আধিকারিকরা।