‘২৯৪ আসনেই আমি প্রার্থী,এটা ভেবে ভোট দিন’; বঙ্গবাসীকে বার্তা মমতার।

নিজস্ব প্রতিবেদন:-চলতি বছরের বিধানসভা নির্বাচনে জোর প্রতিপক্ষের সম্মুখীন হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফলস্বরূপ অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছে শাসক দলের সজীবতা। এহেন পরিস্থিতিতে শাসকদলের গৌরব পুনরুদ্ধারের জন্য উদ্দেশ্যে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।দলের তাবড় তাবড় নেতা মন্ত্রীকে ছেড়ে এবার প্রতিটি কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী নিজেকেই প্রার্থী হিসেবে ঘোষণা করলেন।এদিন তিনি বলেন,”২৯৪ আসনেই আমি প্রার্থী। এটা ভেবে ভোট দিন”।
আরও পড়ুন-নিজের জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী পায়েল সরকার;ভাইরাল হলো ছবি!
কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য কতটা প্রতিফলিত হতে পারবে বাংলার নির্বাচনের ক্ষেত্রে? এমনকি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে নিয়ে কটাক্ষ করেছে বিরোধী পক্ষ। অনেকের মতে, মুখ্যমন্ত্রী নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বাংলার মানুষদের উদ্দেশ্যে এমন বার্তা দিচ্ছেন।
2 Comments