গোটা ট্রেনটির ছাদ, দরজা এবং জানালা ধরে ঝুলে ঝুলে আসছেন শ’য়ে শ’য়ে যাত্রী! ঘটলো বিপত্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন:-দেশের যানবাহন ব্যবস্থা কে উন্নত করার জন্য আধুনিক যন্ত্রপাতি এবং যানবাহনের আবিষ্কার হয়েছে এ কথা সত্য । কিন্তু তার সাথে সাথে আবিষ্কার হয়েছে নতুন ধরনের কিছু বিপদ বা দু-র্ঘ-টনা । এগুলি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই সমস্ত বিষয়গুলি সাথে । প্রতিটি দেশের চিত্র আলাদা হয় । আমাদের ভারতবর্ষের রেল পরিবহনের ব্যবস্থা চিত্র ঠিক তেমন বাংলাদেশে কিন্তু তার বিপরীত । বিপরীত কী কারণে তা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়লে আপনি নিশ্চিত ভাবে বুঝতে পারবেন ।
আমরা উন্নত হচ্ছি এ কথা সত্য । তাই বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য চালু হয়েছে অত্যাধুনিক যানবাহন। আগে যে সমস্ত জায়গা গুলি যেতে লেগে যেত অনেক সময় । সেগুলি এখন মুহূর্তের মধ্যে পৌঁছানো যেতে পারে এবং দেশজুড়ে চালু হয়েছে বাস-ট্রেন ট্রাম বিমান ইত্যাদি । কিন্তু কখনো কখনো এই সমস্ত যানবাহনগুলো ডেকে আনে আমাদের মৃ-ত্যু-র সমান বিপদ।একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ফেসবুকে সেখানে দেখা যাচ্ছে যে ট্রেনের ছাদে ভিড় জমিয়েছে ব্যাপক পরিমাণে এবং এই ভিড় করেছে সাধারণ যাত্রীরা ।
তার কারণ একটাই ঈদের সময় ট্রেন যাত্রীতে পরিপূর্ণ তাই বাড়ি ফেরার তাগিদ এতটা পরিমাণে বেশি যে তারা চেপে বসেছে ছাদে । যদি কোনো কারণে ট্রেন দুরন্ত গতিতে ছুটে তাহলে ঘটে যেতে পারে যে কোনো ধরনের বি-প-দ । এমনকি ঘটতে পারে মৃ-ত্যু । কিন্তু সেই সমস্ত দিক কে উপেক্ষা করেই তারা এই কাজ করছে যা মোটেও ভালো চোখে দেখছে না নেটিজেনরা।
এর পাশাপাশি প্রশ্ন উঠছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সবকিছু ব্যাপারটা জানার পরও বাংলাদেশের সরকার কিভাবে এত ঝুঁকিপূর্ণ যাত্রা কে প্রশ্রয় দিচ্ছে সে ব্যাপারে থাকছে হাজার প্রশ্ন । কারণ যেকোন মুহূর্তে বড় বি-প-দ ঘটে যেতে পারে। চলে যেতে পারে কয়েক শ মানুষের প্রাণ ।এই ঘটনা প্রকাশিত হবার পর রীতিমতো অবাক হয়েছে নেটিজেনরা ।