
নিজস্ব প্রতিবেদন:-সম্পর্কের প্রথম থেকেই ‘রাজশ্রী’ জুটি টলিউড প্রেমীদের সবথেকে পছন্দের তালিকায় রয়েছে।প্রায় প্রতিদিনই রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকেন শুভশ্রী। মাস ছয়েক আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রাজ ঘরণী। তারপর থেকেই খুশির আমেজ লেগে রয়েছে চক্রবর্তী পরিবারে।
সম্প্রতি গতকাল নিজের জন্মদিন পালন করলেন রাজ চক্রবর্তী। নিজেদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব নিয়ে দেশের বাড়ি হালিশহরে জমিয়ে আড্ডা এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল জন্মদিনে।তবে ছোট্ট ইউভানকে এদিন দেখা যায়নি বাবা-মার সঙ্গে।সন্তানের জন্মদিনের মতো রাজের জন্মদিনেও শুভেচ্ছা বার্তা দিতে ভুলে যাননি শুভশ্রী।
আরও পড়ুন-‘ আগামিকাল একাধিক প্রকল্পের উদ্বোধনে আমি হুগলিতে হাজির থাকবো’,বাংলা সফরের আগে টুইট মোদির!
এদিন নিজেদের একাধিক রোমান্টিক ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন,”হ্যাঁ, তুমিই আমার সূর্যের কিরণ, আমার চাঁদ, তারা, ছায়াপথ, আশা, স্বপ্ন, কষ্ট, আননন্দ, খুশি, আমার প্রিয় বন্ধু, আমার অপরাধের অংশীদার, আমার ভালোবাসা, স্বামী, আমার সন্তানের বাবা, আমি তোমার সবকিছুকেই ভীষণ ভালোবাসি। তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। তোমার জন্য সমস্ত সুখ, ভালোবাসা, ভাগ্য ও শুভকামনা রইল”।
View this post on InstagramAdvertisement
One Comment