
নিজস্ব প্রতিবেদন:-জন্মের পর থেকেই টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর পুত্র ইউভান।এই ছোট্ট বয়সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভক্ত তার। প্রতিনিয়তই মা শুভশ্রী তার ছেলের বিভিন্ন লুকের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখেন।
সম্প্রতি গতকাল রাজ চক্রবর্তীর জন্মদিনের পরেই সোমবার পালন করা হলো সদ্যজাত এর অন্নপ্রাশন। মুখেভাতের সব রকমের কার্যক্রম সম্পন্ন করা হলো রাজ চক্রবর্তীর দেশের বাড়ি হালিশহরে। এদিন হলুদ সবুজ শাড়িতে শুভশ্রী এবং একই রঙের পাঞ্জাবিতে দেখা যায় রাজকে।প্রসঙ্গত উল্লেখ্য গত বছর 12 ই সেপ্টেম্বর শুভশ্রী জন্ম দেন ইউভানকে।
আরও পড়ুন-পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ব্যাখ্যা করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান!
ফলস্বরূপ এই ফেব্রুয়ারিতেই মুখে ভাতের অনুষ্ঠান রাখা হয়। এদিন ভাইরাল ছবিতে দেখা যায় দাদু অর্থাৎ শুভশ্রীর বাবার হাতেই মুখেভাত সম্পন্ন হয় রাজ-পুত্রর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ইউভানের অন্নপ্রাশনের ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।অনেক অনুরাগীগনই এই খুদে শিশুকে শুভেচ্ছা জানিয়েছেন পরবর্তী জীবনের জন্য।
One Comment