কিভাবে করবেন রেল পুলিশের চাকরির জন্য আবেদন? লাগবে কি কি যোগ্যতা? জেনে নিন বিস্তারিত বিবরণ!









নিজস্ব প্রতিবেদন :-পশ্চিমবঙ্গের আরপিএফ বা রেল পুলিশ কনস্টেবল এ চাকরি পাওয়ার স্বপ্ন থাকে হাজার হাজার বেকার যুবক যুবতির ।কিন্তু কিভাবে এই চাকরির পরীক্ষায় পাস করা যায় এই চাকরি সংক্রান্ত যে সমস্ত তথ্য গুলো রয়েছে সেগুলি হয়তো অনেকেই জানে না ।জানলেও গভীরভাবে তাদের জানা নেই ।আজকের এই প্রতিবেদনের মাধ্যমে রেলওয় প্রটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ এর কনস্টেবল পরীক্ষা তে কিভাবে আবেদন করা যাবে বা কি কি বিষয় রয়েছে সমস্ত কিছু তুলে ধরা থাকবে এই প্রতিবেদনে।




পদের নাম আরপিএফ অর্থাৎ রেলওয় প্রটেকশন ফোর্স।
বয়স:-18 বছর থেকে 25 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:-শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই হবে।
আবেদন মূল্য জেনারেল কাস্ট এর জন্য আবেদন মূল্য 500 টাকা এবং অন্যান্য এসসি এসটি ওবিসি দের জন্য মূল্য 250 টাকা।




শূন্যস্থান পদের সংখ্যা:– ওটা পশ্চিমবঙ্গ জুড়ে কমপক্ষে 11 হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন :-এক্ষেত্রে তাদের মাসিক বেতন হবে 25 হাজার থেকে 30 হাজারের মধ্যে।




পরীক্ষার পদ্ধতি :-লিখিত এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে আপনার নির্বাচন করা হবে ।মোট 120 নাম্বারের পরীক্ষা লিখিতভাবে আপনাকে দিতে হবে। তার জন্য সময় থাকবে 90 মিনিট ।অপরদিকে আপনার শারীরিক যোগ্যতা বিচার করা হবে বিভিন্ন মাধ্যমে।
পরীক্ষার ভাষা :-মূলত বাংলা ভাষাতেই পরীক্ষা দিতে হবে সকলকে।




আবেদনের সময়:- খুব শীগ্রই আবেদনপত্র জারি করা হবে। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।











