








নিজস্ব প্রতিবেদন:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প শুরু করেছিলেন তিনি। রাজ্যের বৃহৎ অংশের জনগণ এখনো পর্যন্ত এই কার্ডের সুবিধা নিয়েছেন।তবে নির্বাচন শুরু হয়ে যাওয়ায় অনেক মানুষের কার্ড আটকে গিয়েছিল।




এমতাবস্থায় দুয়ারে সরকার ক্যাম্পে আবারও নতুন করে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন শুরু হয়েছে।যদি আপনিও এই সময়ে স্বাস্থ্য সাথী কার্ড করাতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে পারেন। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক।




প্রথমেই জানিয়ে রাখি করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বর্তমানে আবারও সাধারন জনগনের সুবিধার্থে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে।এই ক্যাম্পের মাধ্যমে যদি আপনারা স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন করতে চান সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে।




এই ডকুমেন্টগুলো হলো আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স (বাধ্যতামূলক), কাস্ট সার্টিফিকেট এর জেরক্স।এক্ষেত্রে যদি কোন 5 বছরের শিশুর নাম কার্ডে যুক্ত করতে হয় তাহলে ওই শিশুর রেশন বা আধার কার্ড না থাকলেও জন্ম সার্টিফিকেট দিলেই কাজ হয়ে যাবে।




এই স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা নিতে হলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যদি আপনার পরিবারের কোনো সদস্য সরকারি স্বাস্থ্য পরিষেবা বা মেডিক্যাল ফেসিলিটি না পেয়ে থাকেন তবে এই আবেদন করতে পারবেন।যদি কোন ব্যক্তি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন কিন্তু কোন স্বাস্থ্য পরিষেবা না পেয়ে থাকেন তবে তিনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।




অর্থাৎ কোনো ব্যক্তি বা পরিবার যদি সরকারি চাকরি এবং মেডিকেল সুযোগ-সুবিধার সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে তারা রাজ্য সরকারের এই কার্ডের সুবিধা পাবেন না।দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে খুব সহজেই আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। মোটামুটি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার হাতে এই কার্ডটি তুলে দেওয়া হবে।











