








নিজস্ব প্রতিবেদন:খুব শীঘ্রই বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিত্রাং। বিগত বেশ কিছুদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী থেকেছে বঙ্গবাসী। এমতাবস্থায় সময়ের আগেই ঘূর্ণিঝড়ের আগমনের আশঙ্কায় শঙ্কিত হয়ে রয়েছেন আবহাওয়াবিদেরা।




কবে কবে এই ঘূর্ণিঝড় বাংলায় হানা দেবে তা নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য দিতে পারছেন না কেউ।সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছিল সম্ভবত 22 থেকে 24 শে মার্চের মধ্যেই এই ঘূর্ণিঝড়ের আগমন হতে পারে।তবে বর্তমানে আবারো জানা যাচ্ছে যে আপাতত ঘূর্ণিঝড় সংক্রান্ত কোনো তথ্য তাদের হাতে আসেনি।




তবে ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে তা বেশ স্পষ্ট। ধীরে ধীরে এই নিম্নচাপ ভারত মহাসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়ে চলেছে।




এর পরেই ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে তা বাংলা এবং ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশের বেশ কিছু অংশের উপরেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই রাজ্যে এই ঝড়ের সরাসরি কোনো প্রভাব পড়বে কিনা তা এখনই জানা যাচ্ছে না।




প্রসঙ্গত ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। বঙ্গোপসাগর উপকূলে নিম্নচাপ প্রবেশের পর এই ঘূর্ণিঝড় সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আসুন এবার এক নজরে আজকের আবহাওয়ার প্রতি নজর রাখা যাক।




আজ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36° সেলসিয়াস এর আশেপাশে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ 87 শতাংশ। গত 24 ঘন্টায় কোন বৃষ্টিপাত হয়নি।











