কিভাবে বুঝবেন আপনার পুত্র সন্তান হবে না কন্যা? রইল জানার 11 টি পদ্ধতি!









নিজস্ব প্রতিবেদন :-কোন বাড়িতে নতুন কোনো সদস্যের আগমন অত্যন্ত আনন্দদায়ক হয় প্রতিটা সময় ।কিন্তু তার আগের মুহূর্তটা অনিশ্চয়তায় ভরা থাকে ।অর্থাৎ নতুন সদস্য হিসেবে পরিবারের কার আগমন ঘটতে চলেছে সে ব্যাপারে অনেকেই অনিশ্চয়তার মধ্যে থাকে ।ছেলে নাকি মেয়ে কে হতে চলেছে পরিবারের সদস্য এ ব্যাপারে চলা নিরন্তন আলোচনা এবং গবেষণা ।




চিকিৎসাবিজ্ঞানে অনেকটা উন্নতির ফলে আপনি আগে থেকে জেনে নিতে পারবেন যে আপনার গর্ভে পুত্র সন্তান কন্যা সন্তান রয়েছে । কিন্তু এই চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে বর্তমানে আইনত অপরাধ । তাই এক পদ্ধতি গ্রহণ না করাই ভালো। তবুও যে পদ্ধতির মাধ্যমে বুঝতে পারবেন সেগু-লি হল




১)যদি পুত্র সন্তান জন্ম দেন তাহলে পায়ের পাতা ঠান্ডা হয়ে যায় বেশি মাত্রায় এমন ধরনের লক্ষণের বহিঃপ্রকাশ ঘটলে মনে কোনো সন্দেহ রাখবেন যে ছেলে সন্তানের জন্ম হতে চলেছে।




২)অন্তসত্তা অবস্থায় যদি পেটর ওপর দিকটা উচু মনে হয় তাহলে কন্যা সন্তান হবে। আর নীচের দিকে মনে হলে পুত্রসন্তান হবে। কিন্তু এই পদ্ধতিগুলি তে সব সময় যে ঠিক জানা যাবে তা বলাও যায় না।




৩)গর্ভস্থ থাকাকালীন যদি আপনার বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে বুঝবেন যে আপনার পেটে ফুটফুটে একটি কন্যাসন্তান রয়েছে ।




৪)আপনি গর্ভবস্থায় যখন ঘুমান তখন যদি নিজের অজান্তেই বেশিরভাগ সময় ডান দিক ফিরে শুয়ে থাকেন তাহলে আপনার কোলে একটি কন্যা সন্তান আসতে চলেছে।




৫)গর্ভে থাকাকালীন মর্নিং সিকনেস অর্থাৎ অলসতা প্রত্যেকে মেয়েদের হয়ে থাকে । কিন্তু এই অলসতার পরিমাণের উপর নির্ভর করছে আপনার গর্ভের সন্তানের লিঙ্গ । যদি আপনি একটু বেশি অনুভব করেন তাহলে বুঝবেন যে আপনার গর্ভে থাকা সন্তানটি একটি কন্যা সন্তান । আর যদি কম অনুভব করেন তাহলে জানবি পুত্র সন্তান।




৬)গর্ভাবস্থায় যদি আপনার ত্বকের কোনো সমস্যা দেখা যায় তাহলে ধরে নিতে পারেন যে আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে কারণ পুত্র সন্তান হলে ত্বকের তেমনভাবে কোন সমস্যার পরিলক্ষিত হয় না।




৭)গর্ভাবস্থায় যদি আপনার চুল খুব পাতলা ও উজ্জলতাহীন হয়ে পরে তাহলে আপনি একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিতে চলেছেন। আর আপনার গর্ভে পুত্র সন্তান থাকলে আপনার চুল আরো সুন্দর হয়ে উঠবে।এই সমস্ত লক্ষণগুলি যদি আপনার মধ্যে রাখা যায় তাহলে নিশ্চিন্তে থাকুন কারণ আপনার ঘরের লক্ষী আসতে চলেছে ।




৮)সাইকোলজি অনুযায়ী আপনার গর্ভবস্থায় যদি আপনার মন খুব ভালো থাকে, আপনি খুব শৃঙ্ক্ষলা পরায়ন থাকেন তাহলে আপনি কন্যা সন্তানের মা হবেন। আর আপনি যদি ক্লামজি মুডে থাকেন তাহলে আপনি পুত্র সন্তানের মা হবেন।




৯) গর্ভবস্থা কালীন একটি গ্লাসে জল ও বেকিং সোডা নিন, তাতে আপনার একটু ইউরিন মেশান। যদি সেটা কোন বিক্রিয়া না করে তাহলে আপনার কন্যা সন্তান হবে, আর যদি সেটা বিক্রিয়া করে ফেনা ওঠে আর ফিজি শব্দ হয় তহলে পুত্র সন্তান হবে।




১০) গর্ভবস্থায় মেয়েদের ইউরিনের পরিবর্তন দেখা যায়। যদি মাঝে মধ্যে প্রস্রাবের রঙ পালটে সাদা ঘোলাটে হয়ে যায় তাহলে আপনি এক কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন।




১১)গর্ভবতী থাকাকালীন যদি আপনার তলপেটে সামান্য পরিমান ভারী লাগে তাহলে এমনটা ধরে নেওয়া যেতে পারে যখন পুত্র সন্তান হতে চলেছে ।




১২) গর্ভাবস্থায় থাকাকালীন যদি আপনার বা দিকের স্তনের তুলনায় ডান দিকের স্তন অতিরিক্ত বৃদ্ধি ঘটে তাহলে এমনটা অনুমান করা যেতেই পারে আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে।











