কিভাবে জানবেন আপনার PF একাউন্টে কত টাকা জমা পড়েছে? রইল জানার সহজ উপায়!









নিজস্ব প্রতিবেদন :-আপনি যদি সরকারি কর্মচারী হন বা বেসরকারি কর্মচারী হন তাহলে কিন্তু আপনার মাসে মাইনের একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয় প্রভিডেন্ট ফান্ডে জমা করার জন্য ।আপনি যখন অবসর প্রাপ্ত হবেন তখন ফেরত আসবে মোটা টাকা হিসেবে ।




কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো ভুলে গেছেন যে তাদের প্রভিডেন্ট ফান্ড একাউন্টে কত টাকা জমা রয়েছে বা টাকা জমা পড়লেও কোনো রকম কোনো মেসেজ তারা পাচ্ছে না ।এবার কিন্তু আপনি বাড়িতে বসেই খুব সহজ পদ্ধতিতে জেনে নিতে পারবেন কিভাবে প্রভিডেন্ট ফান্ডের কত টাকা রয়েছে সেটি।




এই প্রভিডেন্ট ফান্ডে কত টাকা রয়েছে এটি জানার জন্য অতি অবশ্য আপনাকে প্রভিডেন্ট ফান্ডের ই-পাসবুক ডাউনলোড করতে হবে কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে সেটা ডাউনলোড করার পর ব্যবহার করবেন সব কিছু জানানো হবে আজকে প্রতিবেদনের মাধ্যমে।




সব কিছু স্টেপ অনুসরণ করুন তাহলে আপনিও বাড়িতে বসে জানতে পারবেন আপনার ফান্ড একাউন্টে কত টাকা বর্তমানে রয়েছে ।PF পাসবুক ডাউনলোড করতে সবার আগে Employees Provident Fund Organisation-এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।




https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login।এর পর আপনাকে এখানে লগইন করতে হবে।এর জন্য UAN নম্বর ও পাসওয়ার্ড লিখুন।এবার লগইন করুন ও আপনার EPFO member ID দিয়ে সাইটে যান।আপনার যদি একাধিক EPFO member ID থাকে, তাহলে আপনি যে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান তার আইডি সিলেক্ট করুন।




মেম্বার আইডি সিলেক্ট করার সাথে সাথেই আপনার সামনে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স খুলে যাবে।চাইলে আপনি সঠিক পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন ।











