নিজস্ব প্রতিবেদন: বর্তমানে তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। তাকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক জগতেও। ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর শিকার হচ্ছেন তিনি । নিখিল জৈনের সাথে তাঁর ধুমধাম করে বিয়ে হয়েছিলো।
কিন্তু এই বিয়েকে তিনি অবৈধ আখ্যা দিয়েছেন। যার ফলে সংসদে বিরোধী দলের নেতা নেত্রীরা তাঁকে অভিযোগের তীরে বিদ্ধ করেছেন। তাঁর মাতৃত্ব ঘিরে বিতর্কের শেষ নেই। নিখিল জানিয়েছেন যে নুসরতের গর্ভের সন্তান তাঁর নয়।
নুসরতের সন্তানের যে পিতা যশ হতে পারেন সেই বিষয়ে যথেষ্ট গুঞ্জন টলিপাড়ায়। তবে এখনো মাতৃত্ব নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও নিজের এই সময়টা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নুসরত। সমস্ত রকম ট্রোলিং তিনি গায়ে মাখছেন না। নিজের মতোই রয়েছেন নিজস্ব মেজাজে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফটোশুটের ভিডিও পোস্ট করেছেন নুসরত। এই ফটোশুটে তাকে দেখা গিয়েছে সুইমিং পুলের নীল জলে নীলাভ মূহুর্তে। এই আবদনময়ী ভিডিও দেখে তামাম তরুণসমাজের হৃদয়ে জেগেছে হিল্লোল । সকলেই এই দৃশ্যগুলি দেখে যথেষ্ট আপ্লুত হয়েছেন।
খুশী হয়েছেন নুসরতের ভক্তরাও। ঘন কাজল চোখে নুসরতের আবেদন মন কেড়েছে এই ভিডিওতে। তাঁর সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছেন অগণিত নেটিজেনরা। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে নুসরত লিখেছেন, ‘NO RISK NO STORY’এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঝড়ের বেগে এই ভিডিওটি শেয়ার হয়ে চলেছে। নুসরতের হাজারো হাজারো অনুরাগী এই ভিডিওটিতে কমেন্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram