ভয়ঙ্কর দৃশ্য! দাঁড়াশ সাপের ডিম খেয়ে কেউটে সাপটি যা করলো! তুমুল ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই বিভিন্ন জীবজন্তু সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়ে ওঠে। এর আগেও আমরা নেট মাধ্যমে অনেকগুলো সাপ সংক্রান্ত ভিডিও দেখতে পেয়েছি। এই ভিডিওগুলি খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটি ভয়াবহ সাপের ভিডিও নিয়ে আলোচনা করব।




যদি আপনিও এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন। প্রথমেই একটি বিষয় জানিয়ে রাখি সব সাপ বিষধর হয় না। কিন্তু মানুষ বিষহীন কিংবা বিষধর না জেনেই অনেক ক্ষেত্রে সাপ মেরে ফেলতে বাধ্য হন। তাই আজকাল অনেকেই এই ব্যাপারটি আটকানোর জন্য নিজ দায়িত্বে প্রশিক্ষণ সহকারে সর্পরক্ষকের কাজ করে থাকেন।




সম্প্রতি নেট মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি কেউটে সাপ কে উদ্ধার করতে গিয়েছেন এক ব্যক্তি। অতন্ত দক্ষতার সাথে এই চরম বিষধর সাপটিকে উদ্ধার করেন ওই যুবক। যুবকের কাজ দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরা।




যেভাবে নিজের জীবনের বাজি রেখে সাধারণ মানুষকে ওই সাপের ছোবল থেকে বাঁচিয়েছেন যুবক তা অত্যন্ত প্রশংসার যোগ্য। তবে এই ভিডিওতে আরো কয়েকটি জিনিস দেখা গিয়েছে। প্রসঙ্গত ওই যুবকের নাম সমিরন বণিক। তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে।




প্রসঙ্গত ওই যুবক যখন সাপটিকে উদ্ধার করতে যান তখন কেউটে সাপ টি একটি অন্য সাপের ডিম খাচ্ছিল। এই সময়ে সাপটিকে বিরক্ত করার কারণে প্রথম দিকে বেশ কয়েকবার সাপটি সমিরন বারিক কে ছোবল মারতে উদ্যত হয়েছিল। তার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভাইরাল ভিডিওটি আপনারাও এক ঝলক দেখে আসতে পারেন। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলির উপর নজর রাখতে থাকুন।











