ভয়ঙ্কর দৃশ্য! যাত্রীসহ গাড়ি উল্টে দিচ্ছে বিশাল হাতি! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:-সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই আমাদের সামনে এমন কিছু ধরনের ঘটনা যা সত্যিই অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক । প্রতিনিয়ত ভাইরাল হতে থাকা এই সমস্ত ঘটনা গু-লির মধ্যে সম্প্রতি এমন একটি ঘটনা প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে উঠবেন আপনিও । পাশাপাশি এই ঘটনা দেখার পর অনেকেই সচেতন হয়েছেন এই বিষয়ে ।




সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম একটি ভিডিও ব্যাপক মাত্রায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পার্কের মধ্যে রাখা একটি গাড়িতে দুইটি শিশু এবং তার মা-বাবা উপস্থিত ছিল ।কিন্তু হঠাৎ করেই একটা রেগে যাওয়া হাতি তাদের গাড়ির উপর হামলা করে ।সেই গাড়িটিকে যতক্ষণ না পর্যন্ত উল্টে পাল্টে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত হাতিটি সেই জায়গা থেকে সরে যায়নি।




ভিডিওতে দেখা যাচ্ছে যে বিশাল আকৃতির একটি দামাল হাতির এই গাড়িটি কে খেলনার মত খেলছে । ভেতরে থাকা মানুষজন আর্তনাদ করছে বাঁচার জন্য। যদিও আশেপাশে থাকা অন্যান্য চালকেরা গাড়ির হর্ন বাজিয়ে হাতিটিকে ভয় দেখাবার চেষ্টা করছিলো কিন্তু তা সম্ভব হয়নি ।




ভিডিওটি জুলুল্যান্ড অবজারভার নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে , যা এ পর্যন্ত হাজার হাজার মানুষ দেখেছেন।ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। এক কথায় একে বলা যেতে পারে, হাতির হামলা। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার আইসিমাঙ্গালিসো ওয়েটল্যান্ড পার্কের।তবে এই পরিবারকে বাঁচাতে কয়েকজন রেঞ্জারও সেখানে দ্রুত পৌঁছে যান।











