








নিজস্ব প্রতিবেদন:-দুরন্ত গতিতে চলতে থাকা সভ্যতার সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সাহায্য নিয়ে একাধিক জিনিসপত্র প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে আমাদের এই সমাজে ।সেই সমস্ত জিনিস গুলি আমাদের এই জীবনযাত্রাকে আরো সহজ ও মসৃণ করে তুলছে সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। বর্তমানে যে হারে বেড়ে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম তাতে আগামী দিনে বৈদ্যুতিক চালিত গাড়ি গুলি নতুনভাবে পথ দেখাবে এমনটা আশা রাখছে আপামর দেশবাসী। সেই অর্থের প্রতিনিয়ত নতুন নতুন বাইক বা বৈদ্যুতিক চালিত গাড়ি লঞ্চ করছে বাজারে বিভিন্ন নামিদামি সংস্থা ।এবার সেই তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করলো ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোন্ডা।




ঠিক যে সময় দাঁড়িয়ে বাজারে মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্ন নামিদামি সংস্থার ইলেকট্রিক স্কুটার বা বাইক গুলি সেখানে সেই প্রতিযোগিতায় নিজেদেরকে পিছিয়ে রাখতে চায়না দেশের বৃহত্তম বাইক নির্মাণ কোম্পানি হোন্ডা ।তারাও ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে এমন এক ধরনের আধুনিক বৈদ্যুতিক গাড়ি স্কুটার যা সহজে টাকা দেবে বাকি সকল কোম্পানির স্কুটার গুলিকে।পাশাপাশি হোন্ডা তরফ থেকে বিভিন্ন চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে যার মাধ্যমে তিন চাকা গাড়ি গুলি খুব সহজেই চার্জ শেষ হয়ে গেলে সেই সমস্ত স্টেশনগুলি থেকে চার্জ করে নিতে পারবে।




দীপাবলির পর্ব মিটে গেলেই ডিলারদের সাথে আলোচনায় বসতে চলেছে এইচ এম এস অর্থাৎ হোন্ডা মোটর স্ট্যান্ড এন্ড স্কুটার্স ।তবে সংস্থার তরফ থেকে এমনটা জানা যাচ্ছে যে তড়িঘড়ি করে তারা এই ইলেকট্রিক স্কুটার বা বাইক বাজারে আনতে নারাজ। বরং বাকি সকল ইলেকট্রিক স্কুটার ও বাইক এর তুলনায় তাদের বাইকটি যাতে সব থেকে আলাদা হয় তার ব্যবস্থা তারা করবেন ।তার জন্য হাতে কিছুটা সময় নিয়ে তারপর ভারতীয় বাজারে লঞ্চ করবে তারা তাদের ইলেকট্রিক স্কুটার। এটি লঞ্চ করার সাথে সাথেই নতুনভাবে জনপ্রিয়তা সৃষ্টি করবে বলে জানা যাচ্ছে।




2023 এ একদমই ঠিক শুনেছেন 2023 এ লঞ্চ করবে তারা তাদের এই নতুন বৈদ্যুতিক চালিত গাড়িটি ।তবে এই গাড়ির স্পেসিফিকেশন কি হবে বা ডিজাইন কেমন হবে দাম কত থাকবে সে ব্যাপারে কোন কিছুই জানাতে নারাজ হোন্ডা মটরস ।তবে তারা এমনটা জানিয়েছেন যে এই গাড়িটি লঞ্চ হওয়ার সাথে সাথে মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে সে ব্যাপারে সন্দেহ কোনো অবকাশ নেই। কারণ চমক থাকবে প্রতিটা বিষয় এ ।











