
নিজস্ব প্রতিবেদন: বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আবার তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। জল্পনা চলছিলো অনেকদিন থেকেই। গত ২০১৭ তে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মুকুল রায় । কিন্তু তাঁকে বিজেপিতে কখনোই অতি সক্রিয় ভাবে দেখা যায়নি।
এছাড়াও একুশের ভোট প্রচারেও তাঁর উপস্থিতি ততটা সক্রিয়ভাবে দেখা যায়নি। কয়েকদিন আগেই তাঁর অসুস্থ স্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তাঁর পর থেকেই তৃণমূলে তাঁর ফেরার সম্ভাবনা জোরদার হয়েছিলো। মুকুল পুত্র শুভ্রাংশু রায় কয়েকদিন আগেই বিজেপিকে আত্মসমালোচনার পাঠ দিয়েছিলেন।
আরও পড়ুন-মুকুল ফিরতেই জমে উঠলো সেই পুরানো আড্ডা। আলুভাজা, চিপস্ দিয়ে মুড়ি মাখলেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও অনেক আগে থেকেই মুকুল রায়ের বেসুরো মনোভাব নজর এড়ায়নি কারোরই।অবশেষে সমস্ত জল্পনা সত্যি করে গতকাল তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। পুরানো দলে ফিরেই আবার স্বমহিমায় ফিরে এসেছেন মুকুল রায়। তিনি কেন বিজেপি ছেড়েছেন, সেই বিষয়ে তিনি পরে লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন মুকুল বাবু।
গতকাল তৃণমূল ভবনে ঢুকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে প্রণাম করেছেন মুকুল রায়। গতকাল বিকেল ৪:৩০ নাগাদ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন,”মুকুল আমাদের পরিবারের ছেলে। কেন্দ্রীয় সরকার ওকে ধমক দিয়ে এজেন্সির দ্বারা ভয় দেখিয়ে অত্যাচার করেছে। যার জন্য কখনোই মানসিক শান্তি পায়নি।
আরও পড়ুন-“এদিক ওদিক করার তো একটা বয়স আছে।”- মুকুল রায়কে কটাক্ষ বাবুল সুপ্রিয়র।
একটা কথাই বলবো বিজেপি করা যায় না। বিজেপিতে যারা রয়েছেন তাঁরা মনুষ্যত্ব নিয়ে বাঁচতে পারেন না।”আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেছেন, “ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। আমাদের কখনও মনে হয়নি তিনি অন্য দলে চলে গিয়েছেন।
উনার হৃদয়ে তৃণমূল সবসময়ই ছিল। মুখ্যমন্ত্রীকে উনি সব সময়ই শ্রদ্ধা করতেন। তৃণমূলে উনাকে আবার স্বাগত।”