
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী প্রাক্কালে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে।কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্বেও বিভিন্ন অংশ থেকে ক্রমাগত আসছে হিংসা এবং হানাহানির খবর। উপরন্তু এরইমধ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন।
তাই প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে নিজেদের শক্তি পরীক্ষা করে দেখার উৎসাহ রয়েছে। এমতাবস্থায় রক্তমাখা চিঠিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হালিশহর এলাকা। জানা গিয়েছে শুক্রবার বিজেপির সাংগঠনিক জেলার মিডিয়া সেলের প্রতিনিধি শুভাশিস মৈত্রের হালিশহরের সাউথ রোডের বাড়িতে একটি রক্তমাখা চিঠি এসে পড়ে। এই চিঠির পাশাপাশি ছিল একটি অর্ধেক পোড়ানো বিজেপি পতাকা।
আরও পড়ুন – করোনা পরিস্থিতিতে ফের বন্ধ হুগলির জুটমিল; বিপাকে ২ হাজার শ্রমিক
প্রসঙ্গত ওই চিঠিতে রক্ত দিয়ে লেখা ছিল ,’এবার তোর পালা’। আপাতত ঘটনা তদন্ত করে দেখছে স্থানীয় পুলিশ, তবে বিশেষ কিছু জানা যায়নি। এই চিঠি পাওয়ার পর থেকেই শুভাশিস বাবুর বাড়ির লোকেদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুভাশিস মৈত্রের মা স্বপ্না দেবী বলেন,”এই চিঠি পাওয়ার পর থেকে আমাদের একমাত্র ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি।
নিরাপত্তার অভাব বোধ করছি। পুরো বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে”। পাশাপাশি শুভাশিস মৈত্র জানিয়েছেন,”২০১৪ সাল থেকে আমি বিজেপি করছি। কিন্তু এখন ভোটের আগে আমাকে এভাবে ভয় দেখানো হচ্ছে। যাতে আমি আর বিজেপি না করি”।