দারুন সুযোগ! আজ থেকেই বিনামূল্যে পাবেন গ্যাস সিলিন্ডার! সাথে 1000+600 করে টাকা! জানুন কিভাবে করবেন আবেদন!









নিজস্ব প্রতিবেদন:বর্তমানে সাধারণ মানুষের সুবিধার্থে নানান ধরনের প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার। এর মধ্যে অন্যতম উজ্জ্বলা গ্যাস যোজনা। এই প্রকল্পের অন্তর্গত বহু মানুষ বাড়িতে গ্যাস সিলিন্ডারের সুবিধা পেয়েছেন।




সম্প্রতি আরও বেশকিছু ঘোষণা করা হলো এই প্রকল্পে। প্রসঙ্গত প্রথমবার 2016 সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পে দরিদ্রসীমার নিচে অবস্থানকারী 5 কোটি মহিলাদের গ্যাস সিলিন্ডার এর কানেকশন দেওয়ার টার্গেট রাখা হয়েছিল।




পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মন্ত্রকের তরফ থেকেই এই যোজনা চালানো হয়ে থাকে। এই প্রকল্পের সুবিধাভোগীদের বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়ার পাশাপাশি প্রথম রিফিল এবং হটপ্লেট বিনাশুল্কে দেওয়া হয়ে থাকে।




নামমাত্র কিছু নথিপত্র এর সাহায্যে আপনারা খুব সহজেই যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেন।নতুন ঘোষণা অনুযায়ী বিপিএল পরিবারগুলিকে গ্যাস কানেকশন এর জন্য 1600 টাকার আর্থিক সাহায্য দিতে চলেছে কেন্দ্র সরকার।




তবে এই ক্ষেত্রে গ্যাস ওভেন গ্রাহককে নিজে থেকেই কিনে নিতে হবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী সুবিধাভোগীদের 14.2 কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। এর জন্য 3200 টাকা লাগবে এবং তার মধ্যে 1600 টাকা সাবসিডি হিসেবে পাওয়া যাবে। এই যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন 18 বছরের ঊর্ধ্বে অবিবাহিত মেয়েরা।




নথিপত্র হিসেবে নির্ধারিত রেশন কার্ড, আধার কার্ডের জেরক্স, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের পাস বইয়ের জেরক্স প্রয়োজন হবে। গ্রাহকেরা সিলিন্ডারের জন্য Indane, HP, Bharat petroleum এই কোম্পানী গুলির মধ্যে যেকোনো একটিতেই আবেদন করতে পারবেন।। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলির উপর নজর রাখতে থাকুন।











