বেকার যুবকদের জন্য দারুণ সুযোগ! মাত্র 10 হাজার টাকা দিয়ে সরকারের সঙ্গে এই কাজ করে মাসে মোটা টাকা রোজগার করুন! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:-বর্তমান সময়ে যেভাবে আর্থিক অভাব-অনটনের মধ্যে দিয়ে ভুগছে দেশের সাধারন মানুষেরা তাতে আগামী দিনে কিভাবে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে তা সত্যিই অজানা অনেকের ।তবে অনেকে বুদ্ধিমানের মতন কাজ করেছে। চাকরির অপেক্ষা না করে শুরু করে দিয়েছে ব্যবসা। তবে যে প্রশ্নটি বারবার মাথায় ঘুরপাক খায় যে কম পুঁজিতে অধিক লাভবান কোন ব্যবসা করা যায়। আজকের প্রতিবেদন মাধ্যমে একটি স্বচ্ছ ধারণা প্রদান করতে চলেছে আপনাদেরকে সেই ব্যবসা সম্পর্কে।




আমাদের আশেপাশে যতগু-লি যানবাহন বেড়ে চলেছে তার সাথে সাথে বেড়ে চলেছে তার নথিপত্রের সংখ্যা। কিন্তু তার পাশাপাশি যে জিনিসটি সবথেকে বেশি জরুরী সেটা হচ্ছে দূষণ পরীক্ষা কেন্দ্র । মোটর ভেকেল অ্যাক্ট চালু করার পর আমাদের আশেপাশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দূষণ পরীক্ষা কেন্দ্র গুলি ।এই অবস্থায় দাঁড়িয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন মাত্র 10 হাজার টাকা খরচ করে ।




এই দূষণ পরীক্ষা কেন্দ্র খোলার জন্য অতি অবশ্যই আপনাকে একটি লাইসেন্স গ্রহণ করতে হবে এবং মূলত এই লাইসেন্সটি আরটিও অফিস থেকে গ্রহণ করতে হবে । 10 টাকার একটি স্ট্যাম্প পেপারে তার আগে আপনাকে একটি হলফনামা জারি করতে হবে ।পাশাপাশি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মোটর মেকানিক্স, অটো মেকানিক্স, স্কুটার মেকানিক্স, ডিজেল মেকানিক্স বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটি শংসাপত্র প্রয়োজন পড়বে আপনার। আর দরকার একটি কম্পিউটার, ইউএসবি ওয়েবক্যাম, ইঙ্কজেট প্রিন্টার, পাওয়ার সাপ্লাই, ইন্টারনেট সংযোগ এবং একটি স্মোক অ্যানালাইজার।




দূষণ পরীক্ষা কেন্দ্র খোলার জন্য যে কেবিন তৈরি করা হবে তার রঙ অতি অবশ্যই হলুদ হতে হবে। পাশাপাশি সেখানে লিখে রাখতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার । মূলত যে স্থানে দূষণ পরীক্ষা কেন্দ্র খুললে অধিক পরিমাণে লাভ হবে সেটি হল যে কোন পেট্রোল পাম্প।পেট্রোল পাম্পের পাশে যদি আপনি মাত্র 10 হাজার টাকা বিনিয়োগ করে এই দূষণ পরীক্ষা কেন্দ্র খুলতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন 1 থেকে 2 হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনি অর্থাৎ মাস গেলে 50 থেকে 60 হাজার টাকা উপার্জন করা কোন বড় ব্যাপার হবে না আপনার কাছে।











