








নিজস্ব প্রতিবেদন:রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রমাগত সারাবিশ্বের মুদ্রাস্ফীতির উপর প্রভাব পড়েই চলেছে। এমতাবস্থায় চলতি সপ্তাহে অনেকটাই কমেছে সোনার দাম। গত সপ্তাহে 10 গ্রাম সোনার মূল্য পৌঁছে গিয়েছিল
55 হাজার 558 টাকায়।




কিন্তু এই সপ্তাহে রেকর্ড দরের থেকে প্রায় 4100 টাকা কম রয়েছে হলুদ ধাতুর দাম। সপ্তাহের প্রথম দিন এমসিএক্স সূচকে 10 গ্রাম সোনার দাম 0.03 শতাংশ কমে দাঁড়িয়েছে 51 হাজার 430 টাকা। যদিও আন্তর্জাতিক বাজারে সোনার দামের কোন রকম হেরফের হয়নি।




তবে এদিন বৃদ্ধি পেয়েছে রুপোর দাম। চলতি সপ্তাহে রুপোর দাম 0.34 শতাংশ বেড়ে 68109 টাকায় দাঁড়িয়েছে । আপাতত আন্তর্জাতিক বাজারে এক আউন্স স্পট গোল্ড এর মূল্য 1890 থেকে 1870 ডলারের সমর্থন পাচ্ছে।




অন্যদিকে ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে প্রতি 10 গ্রাম সোনার মূল্য 50 হাজার 800 থেকে 50 হাজার টাকার স্তরে সমর্থন পাচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যেসব ক্রেতারা এই সময়ে ঝুঁকি নিতে চান তারা, এই 50 হাজার থেকে 50 হাজার 800 টাকার স্তরে সোনা কিনতে পারেন।




আবারো কবে সোনা নিজের ইতিবাচক রূপ দেখাবে তা এখনই বলা যাচ্ছে না।তবে এরকম ভাবে দাম বৃদ্ধি চলতে থাকলে পরবর্তীতে যে স্বর্ণ ব্যবসায়ীদের কেনাবেচার উপর অত্যন্ত প্রভাব পড়বে তাতে কোন সন্দেহ নাই।। যদি এই সময় সোনা খরিদ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে সমস্ত দিক যাচাই করে নেবেন। বিস্তারিত জানতে পরবর্তী প্রতিবেদন গুলির উপর নজর রাখতে থাকুন।











